১৪ জানুয়ারি চীন যাচ্ছে ডব্লিউএইচও প্রতিনিধি দল
করোনার প্রকৃত উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দল আগামী ১৪ জানুয়ারি চীনে পৌঁছাবেন বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সোমবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
জানুয়ারির প্রথম দিকেই ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের চীন সফরের কথা ছিল; কিন্তু চীন সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগীতা করছে না বলে গত সপ্তাহে অভিযোগ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
বিবৃতিতে ডব্লিউএইচওর প্রতিনিধি বিশেষজ্ঞ দলের চীন সফরের বিষয়টি নিশ্চিত করা হলেও দেশের কোন কোন এলাকায় দলের সদস্যরা যাবেন, তা জানায়নি জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
২০১৯ সালের শেষভাগে চীনের উহান শহরের কেন্দ্রে অবস্থিত হুনান সি-ফুড মার্কেটে প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রথম যে ব্যক্তি মারা যান, তিনি ওই মাকেটে তার নিয়মিত যাতায়াত ছিল।
৬১ বছর বয়স্ক ওই ব্যক্তি যখন মারা যান, তখনো এই রোগের নাম নির্দিষ্ট করা হয়নি। চীনের সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, ‘অপরিচিত ধরনের নিউমোনিয়ায়’ আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
আগামি ১৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রতিনিধি দলটি চীন সফরে যাচ্ছে, সে দলে থাকবেন ১০ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ। উহানে বসবাসকারী মানুষ ও বিভিন্ন প্রাণীর ওপর মহামারি ও ভাইরাস সংক্রমণের প্রভাব এবং তাদের রক্তরস বা সিরাম বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি করোনা সংক্রমণের জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসের উদ্ভবের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান এই সফরের মূল উদ্দেশ্য।
ডব্লিউএইচও এবং চীন সরকারের যৌথ তত্ত্বাবধানে সফরটি পরিচালিত হবে।
সফরের গুরুত্ব তুলে ধরতে ডব্লিউএইচওর পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘চলমান মহামারি পরিস্থিতি থেকে উত্তরণে কিছু বিষয় সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য প্রয়োজন। প্রথমত, কীভাবে এই মহামারি শুরু হলো এবং দ্বিতীয়ত, কোথা থেকে এবং কীভাবে সার্স-কোভ-২, অর্থাৎ করোনার জন্য দায়ী ভাইরাসটির উদ্ভব হলো।’
২০১৯ সালের ডিসেম্বরে উহানে দেখা দেয়া করোনা ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যেই বৈশ্বিক মহামারির রূপ নেয়। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে, মারা গেছেন ২ কোটিরও বেশি মানুষ।
সূত্র: আলজাজিরা
এসএমডব্লিউ