দলের জিএস ‘নির্বাচিত’ হলেন কিম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সোমবার (১১ জানুয়ারি) ‘ক্ষমতাসীন’ দল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (জিএস) ‘নির্বাচিত’ হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কেসিএনএ-র বরাতে এ খবর জানিয়ে লিখেছে, নিজের ক্ষমতা আরও পাকাপোক্ত করতে উত্তর কোরিয়ার এই স্বৈরশাসক প্রতীকীভাবে এবার তার বাবার পদবী নিজের নামে করে নিলেন।
বিজ্ঞাপন
২০১১ সালে পিতা কিম জং ইলের মৃত্যুর পর দায়িত্ব নেন কিম জং উন। এরপর থেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম একচ্ছত্রভাবে ক্ষমতার প্রয়োগ করে চলেছেন।
গত রোববার দলের অধিবেশন চলাকালীন নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী পাঁচ বছরে কিমের কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক নীতির নীলনকশা তৈরি ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই এই সম্মেলন।
বিজ্ঞাপন
ওয়ার্কাস পার্টির কংগ্রেস কিমকে ‘সর্বসম্মতভাবে’ দলের সাধারণ সম্পাদক হিসেবে ‘অনুমোদন’ দিয়েছে জানিয়ে কেসিএনএ এই পদটিকে ‘বিপ্লবের প্রধান এবং দিকনির্দেশনা ও ঐক্যের কেন্দ্রবিন্দু’ হিসেবে অভিহিত করেছে।
পারিবারিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত দেশ উত্তর কোরিয়া। ২০১১ সালে পিতা কিম জং ইলের মৃত্যুর পর দায়িত্ব নেন কিম জং উন। এরপর থেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম একচ্ছত্রভাবে ক্ষমতার প্রয়োগ করে চলেছেন।
পলিটব্যুরো হিসেবে পরিচিত দলটির কেন্দ্রীয় কমিটি থেকে এবার বাদ পড়েছেন দলের জ্যেষ্ঠ সদস্য ও কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং।
অবশ্য ২০১২ সালে দলের সম্মেলনে কিম জং ইলকে ওয়ার্কাস পার্টির আজীবন সাধারণ সম্পাদক ও কিম জং উনকে ফার্স সেক্রেটারির পদমর্যাদা ‘দেওয়া হয়’। এবার কিম জং উন দলের সাধারণ সম্পাদকের পদে বসলেন।
তবে পলিটব্যুরো হিসেবে পরিচিত দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাচন হলেও তা থেকে এবার বাদ পড়েছেন দলের জ্যেষ্ঠ সদস্য ও কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং। বিষয়টি অবাক করেছে পর্যবেক্ষকদের।
এএস