জাপানে করোনার নতুন আরও একটি ধরন
• আক্রান্ত ব্যক্তিরা কয়েকদিন আগে ব্রাজিল থেকে জাপানে ফিরে আসেন
• টোকিও বিমানবন্দরে পৌঁছানোর পরই অসুস্থ হন তারা
• শ্বাসকষ্ট থাকায় একজনকে পাঠানো হয় হাসপাতালে
• অন্যদের গলা ব্যথা ও সামান্য জ্বর রয়েছে
• টোকিওসহ একাধিক শহরে জরুরি অবস্থা জারি
জাপানে করোনাভাইরাসের নতুন আরও একটি ধরন শনাক্ত করা হয়েছে। ব্রাজিল থেকে জাপানে ফেরা চার যাত্রীর মাঝে ভাইরাসের এই নতুন ধরন শনাক্ত হয় বলে রোববার (১০ জানুয়ারি) জানিয়েছে টোকিওর ভাইরোলজি ইনস্টিটিউট।
বিজ্ঞাপন
ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশ থেকে টোকিওতে পৌঁছানো চার যাত্রীর শরীরে করোনাভাইরাসের নতুন এই ধরন শনাক্ত হয়। ব্রাজিল থেকে টোকিও বিমানবন্দরে পৌঁছানোর পর তারা সকলেই অসুস্থ হয়ে পড়েন। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি জাপানি কর্তৃপক্ষ।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, গত কয়েকদিনে ব্রাজিল থেকে একাধিক যাত্রী টোকিওতে পৌঁছায়। তাদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সকলেরই শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বিমানবন্দর থেকেই তাদের আইসোলেশনে পাঠানো হয়।
বিজ্ঞাপন
চারজনের মধ্যে শ্বাসকষ্ট থাকায় ৪০ বছরের বেশি বয়সী এক পুরুষ যাত্রীকে রোববার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে এখনও আইসোলেশনে রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের গলা ব্যথা ও অন্য দুইজনের সামান্য জ্বর রয়েছে।
এদিকে ব্রাজিল থেকে টোতিওতে ফিরে আসা ওই চারজনের করোনাভাইরাসের নমুনা পাঠানো হয় জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশন ডিজিসে।
পরে সংবাদ সম্মেলনে ওই সংস্থার প্রধান তাকাজি ওয়াকিতা বলেন, ব্রাজিলফেরত ওই যাত্রীদের শরীর থেকে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ধরন থেকে আলাদা। তবে যুক্তরাজ্যের করোনার ধরনের মতো এই ধরনটিও দ্রুত ছড়িয়ে পড়তে পারে কি না, সে বিষয়ে এখনই জানাতে পারেননি তিনি।
নতুন শনাক্ত হওয়া এই ধরনটি দ্রুত সংক্রমিত হয়, এমন কোনো প্রমাণ আমরা এখনও পায়নি
তাকাজি ওয়াকিতা
এদিকে করোনার নতুন একটি ধরনের সন্ধান পাওয়ার পরেই সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জাপান। রাজধানী টোকিওসহ দেশটির একাধিক শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রয়োজনে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে চার যাত্রীর মধ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনের বিষয়ে তথ্য দিতে জাপান সরকারকে অনুরোধ করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাপানে রোববার পর্যন্ত প্রায় দুই লাখ ৮৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং চার হাজার ৬৭ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।
সূত্র: জাপান টাইমস
টিএম