আটক চীনা সেনাকে ফেরত দিল ভারত
লাদাখে ভারত-চীনের সীমান্ত বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) আটক এক চীনা সেনাকে ফেরত পাঠিয়েছে ভারত। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বৈঠকের পর ওই সেনাকে চীনে ফেরত পাঠানো হয়।
গত ৮ জানুয়ারি ভারত সীমান্তে ঢুকলে চীনের ওই সেনা সদস্যকে আটক করে ভারতের সেনারা। সোমবার চুশুল-মলডো সীমান্তে উভয়পক্ষের বৈঠকে তাকে পিপলস্ লিবারেশন আর্মির (পিএলএ) হাতে তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
ভারতের সেনাবাহিনী বিবৃতি দিয়ে লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণ দিক থেকে ওই সেনাকে আটকের খবর দিয়ে ওইদিন জানিয়েছিল, পরিস্থিতি পর্যালোচনা ও প্রোটোকল মেনে চীনের হাতে ওই সেনাকে ফেরত দেওয়া হবে।
চীন তখন দাবি করে যে, পথভ্রষ্ট হয়েই নাকি ওই সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। অবশ্য বিষয়টি সত্যি কিনা, তা খতিয়ে দেখার পর ভারতও নিশ্চিত হয় যে, ওই চীনা সেনা ভুল করেই ভারতের সীমান্তে ঢুকে পড়েছিলেন।
বিজ্ঞাপন
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, আটক চীনা সেনাকে প্রয়োজনীয় শীতবস্ত্র ও খাবানেরর পাশাপাশি চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছিল। ভুলে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ফেরত দেওয়া হলো।
এর আগে গত বছরের অক্টোবরে দক্ষিণ লাদাখের চুমার-ডেমচক এলাকায় সীমান্ত লঙ্ঘনের দায়ে ওয়াং ইয়া লং নামে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এক কর্পোরালকে আটক করেছিল ভারতীয় সেনাবাহিনী।
এরপর এলএসি সংক্রান্ত দ্বিপাক্ষিক প্রটোকল মেনে চুশুল-মলডো পয়েন্টে আটক কর্পোরালকে ফেরত পাঠানো হয়। ভারতীয় সেনা তখন জানিয়েছিল, পথ ভুল করেই ওয়াং সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিলেন।
এএস