ট্রাম্প প্রশাসনের আরেক মন্ত্রীর পদত্যাগ
আগামী সপ্তাহে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণের দিন ট্রাম্প সমর্থকদের সহিংসতার আশঙ্কার মধ্যেই সোমবার মার্কিন ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী শাদ ওলফ পদত্যাগ করেছেন।
আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেকের দিন নিরাপত্তার প্রধান দায়িত্ব হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের। কিন্তু তার আগে হোয়াইট হাউসে পদত্যাগপত্র পাঠিয়ে শাদ ওলফ পদত্যাগের ঘোষণা দিলেন।
বিজ্ঞাপন
এএফপি এ খবর জানিয়ে লিখেছে, গত ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকদের প্রণঘাতী হামলার পর ট্রাম্পের মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে মন্ত্রিত্ব ছাড়লেন শাদ ওলফ।
শাদ ওলফ ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ও সহচর। তবে ক্যাপিটল হিলে সহিংস হামলার পর অন্যান্য অনেক রিপাবলিকানের মতো তিনিও ওই হামলার সমালোচনা করেছিলেন।
বিজ্ঞাপন
তিনি ওই হামলাকে মর্মান্তিক ও হামলাকারীদের বিকারগ্রস্ত অভিহিত করে তখন বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি, রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে প্রেসিডেন্টের কিছু সমর্থক সহিংসতার পথ বেছে নিয়েছেন।’
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় মূলত আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো কাজ ও দায়িত্ব পালন করে। মার্কিন কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিভাগের আওতাধীন।
অবশ্য গত সপ্তাহে শাদ ওলফ ঘোষণা দিয়েছিলেন যে, ট্রাম্পের মেয়াদের শেষদিন অর্থাৎ ২০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন তিনি। কিন্তু ক্যাপিটল হিলে হামলার পর তিনিও মন্ত্রিত্ব ছাড়লেন।
এএস