গরিলার সংগৃহীত ছবি

এবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানায় গরিলার দেহে শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এটা এ গোত্রের প্রাণীদের দেহে প্রথম সংক্রমণ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সান দিয়েগো চিড়িয়াখানার কয়েকটি গরিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বুধবার (৬ জানুয়ারি) আক্রান্ত গরিলার কয়েকটি কাশি দিচ্ছিলো। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) তাদের পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। বিষয়টি সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় পশু চিকিৎসাসেবা পরীক্ষাগার থেকে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন গবেষণাপত্র ঘেঁটে জানা গেছে, মানুষ নয়, তবে সমগোত্রীয় কিছু প্রাণীর দেহে সার্স-কোভ-২ শনাক্ত হয়েছে। তবে এমন প্রাইমেটদের (আদিপ্রাণী) একটির দেহ থেকে আরেকটির দেহে এটিই প্রথম সংক্রমণ।

তবে এ প্রাণীগুলো মানুষ নাকি অন্য পশুর দ্বারা করোনায় আক্রান্ত হয়েছে, সেটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। প্রাণী চিকিৎসকরা এ বিষয়ে বলছে, সংক্রমণ যেখান থেকেই আসুক, এটা উদ্বেগের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৯ কোটি ১৩ লাখ ১৯ হাজার ৫৩৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৫৩৮ জন করোনা আক্রান্ত রোগী।

এদিকে, সোমবার (১১ জানুয়ারি) বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮০৩ জনে।

এ সময়ে নতুন করে ৮৪৯ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও  ৯১৭ জন রোগী সুস্থ হয়েছেন। এতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯৩টি ল্যাবে ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬টি নমুনা।

এফআর