একদিনে প্রায় সাড়ে চার হাজার মৃত্যু যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে মহামারি কোভিড-১৯ রোগে দৈনিক মৃত্যুর রেকর্ড ফের ভেঙেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, গতদিনে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় সাড়ে হাজার কোভিড-১৯ রোগী মারা গেছে।
ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে মার্কিন স্বাস্থ্য সংকট যখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে, ঠিক এমন মুহূর্তে মহামারি করোনায় শীর্ষ বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে প্রথমবার চব্বিশ ঘণ্টায় চার হাজারের বেশে মানুষের প্রাণহানি ঘটল।
বিজ্ঞাপন
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে আটটায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, গত চব্বিশ ঘণ্টায় দেশের আরও ৪ হাজার ৪৭০ জন রোগী মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।
কোভিড ট্র্যাকিং প্রজেক্ট জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখন আনুমানিক এক লাখ ৩১ হাজার। প্রাদুর্ভাব শুরুর পর গত সপ্তাহে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
দুঃখজনক মৃত্যুর মাইলফলক ও ইতোমধ্যে শনাক্ত নতুন ধরনের বাইরে নতুন আরও কোন ধরনের আমদানি যাতে না হয় এ জন্য এখন থেকে কেউ যুক্তরাষ্ট্রে গেলে তার করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরের মাঝমাঝি থেকে দেশটিতে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। প্রথমে ফাইজার-বায়োএনটেক পরে মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ।
মার্কিন সরকার ডিসেম্বরের মধ্যেই উল্লেখ্যযোগ্যসংখ্যক মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এখন পর্যন্ত ৯৩ লাখ আমেরিকান টিকা নিয়েছেন; যা দেশটির মোট জনসংখ্যার দশ শতাংশেরও কম।
বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির এই দেশটির দুই কোটি ২৮ লাখ মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে মহামারি করোনা। এর মধ্যে ৩ লাখ ৮০ হাজারের বেশি মারা গেছে। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যা সর্বোচ্চ।
এএস