নভেম্বরে সংকুচিত হয়েছে ব্রিটিশ অর্থনীতি
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডে নতুন করে লকডাউন আরোপের কারণে গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যের অর্থনীতি দুই দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে বলে সরকারি হিসবাবে জানা যাচ্ছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস জানিয়েছে, এর অর্থ দাঁড়াচ্ছে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার এখনও মহামারির পূর্বের সময়ের চেয়ে ৮.৫ শতাংশ কম।
বিজ্ঞাপন
গত অক্টোবরে শূন্য দশমিক ৬ শতাংশসহ আগের টানা ছয় মাস ব্রিটিশ অর্থনীতির অল্প পরিমাণ প্রবৃদ্ধি হলেও নভেম্বরে এসে তা আবার সংকুচিত হয়ে যাওয়ায় অর্থনীতির পুনুরুদ্ধার কার্যক্রম ধীর গতির শঙ্কা করা হচ্ছে।
এই সময়ে দেশটির উৎপাদন ও নির্মাণ খাতে কিছুটা প্রবৃদ্ধি হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবা খাত।
বিজ্ঞাপন
পরিসংখ্যান অফিস বলছে, পাব, হেয়ারডেস্রার ও অন্যান্য আরও কিছু ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে খাতটি ৩.৪ শতাংশ সংকুচিত হয়েছে। এদিকে ফেব্রুয়ারির তুলনায় সেবা খাতের সংকোচন এখন ৯.৯ শতাংশ।
ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলছেন, এই পরিসংখ্যানে এটা স্পষ্ট হচ্ছে, অর্থনীতির গতি ফেরার আগে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমরা কত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এই পরিসংখ্যানে তা দেখা যাচ্ছে।
তবে টিকাদান কর্মসূচি শুরু ও অর্থনৈতিক প্রণোদনার মতো পদক্ষেপ নেওয়ায় আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই সহযোগিতা, সহনশীলতা ও উদ্যোগের মাধ্যমে আমরা সংকট কাটিয়ে উঠবো।’
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক পরিসংখ্যান বিভাগের পরিচালক ড্যারেন মরগান বলেন, ‘মহামারি নিয়ন্ত্রণে গত নভেম্বরে লকডাউনসহ নানা বিধিনিধে আরোপ করায় অর্থনীতির এই সংকোচন।’
এএস