ডিআর কঙ্গোতে হামলায় ৪৬ গ্রামবাসী নিহত
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে বিদ্রোহী যোদ্ধাদের সশস্ত্র হামলায় কমপক্ষে ৪৬ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন।
অঞ্চলটির ঊর্ধ্বতন এক প্রাদেশিক কর্মকর্তা বৃহস্পতিবার এমন তথ্য দিয়েছেন বলে শুক্রবারের এক অনলাইন প্রতিবেদনে ভয়াবহ ওই হামলায় একসঙ্গে এক গ্রামের এত মানুষের প্রাণহানির খবর জানিয়েছে আল-জাজিরা।
বিজ্ঞাপন
প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আদজিও গিদি মুঠোফোনে বলেন, ‘বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। হামলার তদন্ত করতে ইরমু অঞ্চলের ওই গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।’
অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) এই হামলা করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আদজিও গিদি।
বিজ্ঞাপন
জাতিসংঘের হিসাব অনুযায়ী উগান্ডার ওই সশস্ত্রগোষ্ঠী কঙ্গোর উত্তরে দীর্ঘদিন ধরে এমন গণহত্যা চালাচ্ছে। ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত এডিএফ এর হামলায় সহস্রাধিক সাধারণ মানুষ প্রাণহানি ঘটেছে সেখানে।
সবশেষ হামলার পর গ্রামটিতে সেনা সদস্যদের পাঠানো হয়েছে। তারা মরদেহ উদ্ধারে কাজ করছেন বলে জানিয়েছে সেনাবাহিনীর স্থানীয় মুখপাত্র জুলেস এনগোঙ্গো। তবে কতজন মারা গেছেন তা জানাননি তিনি।
ডিআর কঙ্গোর উত্তরের সীমান্ত লাগোয়া দেশগুলো হলো উগান্ডা, রুয়ান্ডা ও বুরুন্ডি। ওই অঞ্চলে শতাধিক সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী সক্রিয়। আনুষ্ঠানিকভাবে ২০০৩ সালে গৃহযুদ্ধ শেষ হলেও এখনও এ রকম হামলা প্রায়ই হয়।
অতীতে এডিএফ এর অনেক হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে সশস্ত্র এই দুই গোষ্ঠীর মধ্যে সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেননি জাতিসংঘের বিশেষজ্ঞরা।
এএস