বাইডেনের শপথের আগেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প
নবনির্বাচিত জো বাইডেনের অভিষেকের আগেই প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস ছাড়ার পরিকল্পনা করছেন রেকর্ড দুইবার অভিশংসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এতদিন বাইডেনের অভিষেকের একদিন আগে অর্থাৎ মঙ্গলবার হোয়াইট হাউস ছাড়ার পরিকল্পনা করলেও ট্রাম্প বুধবার সকালে হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন।
বিজ্ঞাপন
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে জো বাইডেনের। প্রথা ভেঙ্গে ট্রাম্প অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
রয়টার্স আরও জানিয়েছে, বাইডেন যেদিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ওইদিন ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প। ওখানেই এয়ার ফোর্স ওয়ানের সদরদপ্তর।
বিজ্ঞাপন
বিদায়ী সংবর্ধনা নিয়ে নিজের এলাকা ফ্লোরিডায় চলে যাবেন তিনি। রয়টার্স এই তথ্য জানিয়ে লিখেছে, ফ্লোরিডার পাম বিচে নিজের মালিকাধীন মার-আ-লাগো ক্লাবে থেকেই প্রেসিডেন্ট পরবর্তী কাজ করবেন ব্যবসায়ী ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনে হোয়াইট হাউসের বেশি কিছু উপদেষ্টাও মার-আ-লাগোতে ট্রাম্পের সঙ্গে নতুন করে কাজ শুরু করবেন বলে সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসের বেশ কিছু উপদেষ্টা অবশ্য অভিষেকের আগে বাইডেনকে নিয়ে বৈঠক বা কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য ট্রাম্পকে আহ্বান জানালেও তিনি এখনও এ নিয়ে ইতিবাচক কোনো ইঙ্গিত দেননি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দুইবার অভিশংসিত হয়ে হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্প। তিনি যাওয়ার আগে অনেক অপরাধীকে এমনকি নিজেকেও ক্ষমা করার কাজটি করতে পারেন বলেও জানা যাচ্ছে।
ট্রাম্পের আহ্বানে গত ৬ জানুয়ারি তার সমর্থক মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায়। তাতে নিহত হন পাঁচজন। এরপর ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
এএস