৩৩ জনের মৃত্যুর সঙ্গে করোনা টিকার সম্পর্ক নেই: নরওয়ে
করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার পর নরওয়েতে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে যে বিতর্ক শুরু হয়েছে; সেই ঘটনা তদন্তের পর দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, বৃদ্ধদের মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি। বৃদ্ধদের প্রাণহানির ঘটনার পর ফাইজার-বায়োএনটেকের সমালোচনা শুরু হওয়ায় তদন্ত শেষে নরওয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিন নেয়ার পর ৭৫ বছর বয়সী এবং তদুর্ধ্বদের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সাধারণ মানুষের মধ্যে দেখা দেয়া আতঙ্ক নিরসনে কাজ করছে দ্য নরওয়েজিয়ান মেডিসিনস এজেন্সি। তদন্ত শেষে সংস্থাটি বলছে, মৃত বৃদ্ধদের সবাই আগে থেকে গুরুতর অসুস্থ ছিলেন।
বিজ্ঞাপন
এটি পরিষ্কার— অধিকাংশ রোগীর জন্য টিকার চেয়ে বেশি বিপজ্জনক করোনাভাইরাস। তবে আমরা আতঙ্কিত নই।
দ্য নরওয়েজিয়ান মেডিসিনস এজেন্সির মেডিক্যাল পরিচালক স্টেইনার ম্যাডসেন
ভ্যাকসিন নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনায় প্রাথমিকভাবে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে উঠে আসে নরওয়ে। তবে তদন্ত শেষে প্রকাশিত প্রতিবেদনে ভ্যাকসিন নেয়ার সঙ্গে বৃদ্ধদের মৃত্যুর সরাসরি কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে দেশটি।
বিজ্ঞাপন
গত শুক্রবার পর্যন্ত নর্ডিক অঞ্চলের এই দেশটিতে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহৃত হয়েছে। নরওয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষের তদন্তের পাশাপাশি রোগীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে ফাইজার-বায়োএনটেকও। চলতি মাসের শেষের দিকে ইউরোপে ফাইজার-বায়োএনটেকের টিকার সুরক্ষা প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
করোনার উত্থান এবং বৈশ্বিক মহামারি
• ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা শনাক্ত হয়
• চীনে করোনায় প্রথম প্রাণহানি ঘটে ৯ জানুয়ারি
• ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় থাইল্যান্ডে
• এই ভাইরাসে বিশ্বে প্রথম প্রাণহানি ঘটে ২ জানুয়ারি ফিলিপাইনে
• ১১ মার্চ ‘করোনা মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ম্যাডসেন বলেছেন, এই রোগীরা আগে থেকেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। আমরা বলতে পারি না যে, ভ্যাকসিন নেয়ার কারণেই তারা মারা গেছেন। তবে এটি কাকতালীয় হতে পারে। এটি প্রমাণ করা কঠিন— ভ্যাকসিনের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
নরওয়েতে করোনাভাইরাসের সর্বোচ্চ ঝুঁকি বিবেচিত অন্তত ৪২ হাজার নাগরিককে কমপক্ষে এক ডোজ করে টিকা দেয়া হয়েছে। দেশটির সব নার্সিং হোমের কমবেশি প্রায় সবাইকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যাডসেন। গত শুক্রবার থেকে মার্কিন ওষুধপ্রস্তুতকারক কোম্পানি মর্ডার্নার তৈরি ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে নরওয়ে। দেশটিতে এই টিকা প্রয়োগেও ভিন্ন কোনও ফল আশা করছেন না ম্যাডসেন।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে বিপর্যয় চললেও নরওয়েতে এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন মাত্র ৫৮ হাজারের কিছু বেশি মানুষ। এছাড়া দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৫১৭ জন।
এসএস