মেলানিয়ায় মন নেই মার্কিনদের
যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি হিসেবে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট ছাড়ছেন মেলানিয়া ট্রাম্প। গত কয়েকমাসে মার্কিন এই ফার্স্ট লেডির জনপ্রিয়তা হোয়াইট ছাড়ার সময় তার পূর্বসুরীদের জনপ্রিয়তার তুলনায় ব্যাপকহারে কমে গেছে বলে দেশটির গণমাধ্যম সিএনএনের এক জরিপে উঠে এসেছে।
এতে দেখা গেছে, ২০১৬ সালের ফেব্রুয়ারির এক জরিপের তুলনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অপছন্দ করেন ৪৭ শতাংশ বেশি মানুষ। এসএসআরএস এবং সিএনএনের ওই জরিপে বলা হয়েছে, ট্রাম্পকে পছন্দ করেন দেশটির ৪২ শতাংশ মানুষ এবং তাদের মধ্যে ১২ শতাংশ মেলানিয়ার ব্যাপারে নিজেদের দৃষ্টিভঙ্গি কেমন সেটি নিয়ে নিশ্চিত নন।
বিজ্ঞাপন
সিএনএনের এই জরিপ বলছে, মেলানিয়া ট্রাম্পের সর্বোচ্চ জনপ্রিয়তা ছিল ২০১৮ সালের মে মাসে। সেই সময় মার্কিন সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের শেষকৃত্যে অংশগ্রহণ এবং প্রথমবারের মতো রাষ্ট্রীয় এক নৈশভোজে অংশ নেয়ার পর মেলানিয়া ট্রাম্পের জনপ্রিয়তা ৫৭ শতাংশে পৌঁছায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাড়াই সেই সময় বারবারা বুশের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন মেলানিয়া।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অপছন্দ করেন ৪৭ শতাংশ বেশি মানুষ। ট্রাম্পকে পছন্দ করেন দেশটির ৪২ শতাংশ মানুষ।
বিজ্ঞাপন
একই বছর অফ্রিকায় একাকী সফর শেষে দেশে ফিরে এলে তার জনপ্রিয়তায় ধস নামে। ওই সময় দেশটির ৪৩ শতাংশ মানুষ মেলানিয়াকে পছন্দ এবং ৩৬ শতাংশ মানুষ অপছন্দ করেন বলে সিএনএনের জরিপে উঠে আসে।
সিএনএনের জরিপ বলছে, বর্তমান এই ফার্স্ট লেডির জনপ্রিয়তা তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি। বর্তমানে ৩৩ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেন। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের চেয়ে মেলানিয়ার জনপ্রিয়তা বেশি। দলটিতে মেলানিয়ার জনপ্রিয়তা ৮৪ শতাংশ হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের সেই হার ৭৯ এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ৭২ শতাংশ।
পূর্বসুরী মিশেল ওবামা যে জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন; তার চেয়ে অনেক পিছিয়ে আছেন মেলানিয়া।
২০১৭ সালের জানুয়ারিতে সিএনএন-ওআরসির জরিপে দেখা যায়, ৬৯ শতাংশ জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন মিশেল ওবামা। তার জনপ্রিয়তার এই হার আট বছর আগে ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে প্রবেশের সময়ও একই ছিল।
এমনকি তার আগের পূর্বসুরী লরা বুশেরও জনপ্রিয়তা স্বামী জর্জ ডব্লিউ বুশের চেয়ে বেশি ছিল। ২০০৯ সালে সিএনএন এবং ওআরসির চালানো জরিপে দেখা যায়, লরা বুশকে পছন্দ করতেন ৬৭ শতাংশ মানুষ। অন্যদিকে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে পছন্দ করেন মাত্র ৩৫ শতাংশ।
সিএনএন-এসএসআরএসের এই জরিপ পরিচালনা করা হয়েছে গত ৯ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশটির প্রাপ্ত বয়স্ক এক হাজার ৩ জনকে টেলিফোনে এবং ল্যানডলাইনে সরাসরি স্বাক্ষাৎকার নেয় সিএনএন।
এসএস