পেলোসির চুরি যাওয়া ল্যাপটপ রাশিয়ার কাছে বিক্রির শঙ্কা
ক্যাপিটল ভবনে স্পিকার ন্যান্সি পেলোসির কক্ষে চেয়ারে বসে উচ্ছ্বাস প্রকাশ করছেন ট্রাম্প সমর্থক
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কার্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপ রাশিয়ায় বিক্রি হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গত ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবনে হামলার ভিডিও ফুটেজে এক নারীকে ন্যান্সির ল্যাপটপ চুরি করতে দেখা যায়।
এফবিআই কর্মকর্তাদের আশঙ্কা ওই নারী চুরিকৃত ল্যাপটপটি রাশিয়ার কাছে বিক্রি করতে পারেন। রিলে জুন উইলিয়ামস নামের ওই নারীর বিরুদ্ধে সরকারি ভবনে অবৈধ প্রবেশ এবং সরকারি বিধি লঙ্ঘনের অভিযোগ গঠন করতে চায় এফবিআই। তবে স্পিকারের কার্যালয় থেকে আসলেই ল্যাপটপ নাকি হার্ড ডিস্ক চুরি গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এখনও তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে এফবিআই।
বিজ্ঞাপন
মার্কিন এই সংস্থা বলছে, উইলিয়ামস বাড়ি ছেড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। উইলিয়ামসের মা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন, তার মেয়ে ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়েছেন। যাওয়ার সময় আগামী কয়েক সপ্তাহ তিনি বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন।
কোথায় যাচ্ছেন সেব্যাপারে উইলিয়ামস তার মাকে কোনও তথ্য দেননি বলে জানিয়েছে এফবিআই। এই নারীর সাবেক এক সঙ্গী উইলিয়ামসকে ন্যান্সি পেলোসির কার্যালয় থেকে ল্যাপটপ অথবা একটি হার্ড ডিস্ক চুরি করার নির্দেশ দেন বলে ভিডিওতে শোনা যায়।
বিজ্ঞাপন
এফবিআইয়ের একজন এজেন্ট বলেন, রাশিয়ায় থাকা এক বন্ধুর কাছে ওই কম্পিউটার ডিভাইস পাঠানোর চেষ্টা করছেন উইলিয়ামস। পরে ওই বন্ধু রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআরের কাছে সেটি বিক্রির পরিকল্পনা করেছেন।
লন্ডনভিত্তিক টেলিভিশন চ্যানেল আইটিভি নিউজের প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এফবিআই বলছে, রাশিয়ার কাছে ওই কম্পিউটার ডিভাইস পাঠানোর পেছনে কোনও কারণ আছে কিনা তা এখনও জানা যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম এনপিআর বলছে, ভিডিওতে এক নারীকে চশমা, সবুজ টি শার্ট ও বাদামি রঙয়ের একটি কোট পরিহিত অবস্থায় দেখা যায়। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দেশটির নাগরিকদের সহিংস হামলার সময় ওই নারী উত্তেজিত জনতাকে ভবনের ওপরের তলায় পেলোসির কক্ষে যাওয়ার জন্য প্ররোচিত করেন। পরে সেই কক্ষে ঢুকে পেলোসির টেবিল থেকে ল্যাপটপ অথবা একটি হার্ড ডিস্ক নিজের ব্যাগে ঢুকিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন।
আইটিভি নিউজের প্রতিনিধি সেদিনই উইলিয়ামসের বাড়িতে গিয়ে তার খোঁজ করলেও পাননি। পেলোসির কক্ষ থেকে ল্যাপটপ নেয়ার একটি ছবি দেখালে উইলিয়ামসকে শনাক্ত করেন তার মা।
তবে এখনও উইলিয়ামসের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করেনি এফবিআই।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদের অধিবেশন চলাকালীন হামলা চালায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থক। এ ঘটনায় অজ্ঞাত অনেকের বিরুদ্ধে সরকারি ভবনে হামলা-সহিংসতার দায়ে মামলা হয়েছে।
এ ঘটনার পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্রপন্থী সমর্থকরা রোববারও দেশটির বিভিন্ন স্থানে সশস্ত্র বিক্ষোভ করেছেন। ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র: সিএনএন, নিউইয়র্ক পোস্ট।
এসএস