যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের কাছে আগুন
নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার একদিন আগে নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিল সাময়িক লকডাউন করা হয়েছে। ক্যাপিটল হিলের কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে প্রবেশ এবং প্রস্থানে নিষেধাজ্ঞা দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন লকডাউন করা হয়েছে। ভবনের কাছে অগ্নিকাণ্ডের একটি ঘটনার পর সেখানে প্রবেশ এবং প্রস্থানে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ভবনের ভেতরে থাকা লোকজনকে নির্দিষ্ট স্থানে আশ্রয় নিতে বাধ্য করা হয়।
বিজ্ঞাপন
লকডাউনের কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের এক টুইট বার্তায় জানানো হয়, ক্যাপিটল হিলে কোনও ধরনের হুমকি নেই। ক্যাপিটল পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ সদস্য এবং ক্যাপিটল ভবনের অন্যান্য কর্মীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। অগ্নিকাণ্ডের ওই ঘটনার তদন্ত চলছে।
শহরের অগ্নিনির্বাপন বিভাগ এক টুইটে বলেছে, অগ্নিনির্বাপন কর্মীরা ক্যাপিটল ভবনের কাছের আগুন নিভিয়ে ফেলেছেন। এতে কেউ আহত হননি।
বিজ্ঞাপন
গত ৬ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং উগ্রপন্থীদের ক্যাপিটল ভবনে সহিংস হামলার পর নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের মাত্র একদিন আগে দেশটির এই পার্লামেন্ট ভবন সাময়িক সময়ের জন্য লকডাউন করা হলো। ওইদিন শাসরুদ্ধকর অবস্থায় রাতভর ইলেকটোরাল কলেজ ভোট গণনা শেষে তা সত্যায়ন করে জো বাইডেনকে প্রেসিডেন্ট ও কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করে মার্কিন কংগ্রেস।
কংগ্রেসে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেয়ায় বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মৃত্যুদণ্ডের দাবি তোলেন ট্রাম্পের উগ্রপন্থী সমর্থকরা। এদিকে, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে হামলা ও সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনসহ সব অঙ্গরাজ্যের স্টেট হাউস নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
বুধবারের ওই শপথ অনুষ্ঠানকে ঘিরে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র বিক্ষোভে করতে পারেন বলে আগেই সতর্ক করেছে এফবিআই।
শপথের আগে রোববার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের স্টেট হাউসের সামনে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থক ও উগ্র ডানপন্থী বিভিন্ন গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা। বিক্ষোভকারীরা সংখ্যায় অল্প হলেও তাদের মধ্যে অনেকেই অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জো বাইডেনের ক্ষমতাগ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে সশস্ত্র হামলা ও সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশ কর্মকর্তাসহ নিহত হয় পাঁচ জন। সমর্থকদের চালানো এই হামলায় ট্রাম্প উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র: বিবিসি, রয়টার্স।
এসএস