অটোরিকশার পেছনে বসে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি এমনই এক ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে হুবহু ইমরান খানের মতো দেখতে হলেও সেই ব্যক্তি মোটেও তা নন। তিনি পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটের বাসিন্দা বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এক্সপ্রেস টিব্রিউন।

ভিডিও ধারণ করার সময় ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিকে কথা বলতে শোনা যায়। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়- ‘দাঁড়াও, দাঁড়াও! ইমরান খান রিকশার পেছনে বসে শিয়ালকোটের রাস্তায় ঘুরছেন।’

বেশ কৌতুকপূর্ণ ভঙ্গিতে একথা বলেন তিনি।

ইমরান খানের মতো দেখতে ব্যক্তিদের এ ধরনের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারই প্রথম ভাইরাল হয়েছে; বিষয়টি মোটেও তেমন নয়। এর আগে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে বিজয়ের পর টুইটারে ইমরান খানের মতো দেখতে এক ব্যক্তির ফুটেজ ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেট তারকার মতো দেখতে ওই ব্যক্তি কোনো প্রটোকল ছাড়াই একটি সুজুকি মেহরান গাড়ি চালিয়ে যাচ্ছেন।

এই ঘটনার পর ইমরান খানের সমর্থক ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওটি শেয়ার করেছিলেন।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

টিএম