ইউরোপ ও ব্রাজিল থেকে আসা ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ট্রাম্পের আদেশ সত্ত্বেও তা বজায় থাকবে বলে জানিয়েছে বাইডেন শিবির।

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে সোমবার (১৮ জানুয়ারি) ট্রাম্পের ঘোষণার পর বাইডেনের মুখপাত্র দ্রুত তা নাকচ করে দেন।

বাইডেনের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক টুইটার বার্তায় বলেন,‘মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, আগামী ২৬ তারিখে এসব নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহী নয় প্রশাসন।’

জো বাইডেনের প্রেস সেক্রেটারি জেন পিসাকি

তিনি বলেন, ‘বাস্তবে, আমরা করোনা সংক্রমণ কমাতে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ জোরদার করার পরিকল্পনা করছি।’

তিনি আরও বলেন,‘করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্বব্যাপী এ ভাইরাসের নতুন নতুন ধরনের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঠিক সময় এখনও আসেনি।’

পিসাকির এমন টুইটার বার্তার কিছু সময় আগে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ইউরোপ ও ব্রাজিলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন তিনি।

তবে চীন ও ইরানের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও বিবৃতিতে জানান ট্রাম্প।

সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৪৬ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৮ হাজার ৬২৩ জন মারা গেছে।

এর আগে ১৩ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে লজ্জার বিরল এক ইতিহাস গড়েন তিনি।

এছাড়া ২০১৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিনিধি পরিষদে প্রথমবারের মতো অভিশংসিত হন তিনি। কিন্তু উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সংক্রান্ত অভিশংসন থেকে মুক্তি পান ট্রাম্প।

বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

সূত্র: বিবিসি

টিএম