মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের সংস্কার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিবেশী মেক্সিকো। গুয়েতেমালায় হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী পুলিশ পরিবেষ্টিত হয়ে অবস্থানের মধ্যেই দেশটি এই আহ্বান জানাল।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ লোপেজ ম্যানুয়েল ওব্রেদর বলেছেন, অভিবাসন ইস্যুতে মেক্সিকোসহ অন্য সকল দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কাজ করবেন বলে তিনি আশা করেন।

প্রায় সাত হাজার অভিবাসনপ্রত্যাশী সম্প্রতি গুয়েতেমালায় প্রবেশ করেছেন। সেখান থেকে তারা মেক্সিকোতে ঢুকবেন এবং সর্বশেষে তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সীমান্ত। এসব অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই এসেছেন হন্ডুরাস থেকে।

প্রতিবছর মধ্য আমেরিকা থেকে লাখ লাখ অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকে পায়ে হেঁটে আবার অনেকে ‘ক্যারাভ্যান’ নামে পরিচিত বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছান।

তারা বলছেন, অত্যাচার, সহিংসতা ও দারিদ্র্যতার কারণে তারা মাতৃভূমি ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাচ্ছেন। মধ্য আমেরিকায় গত নভেম্বরে দুটি হ্যারিকেনের আঘাতের কারণে এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও জানান তারা।

সোমবার (১৮ জানুয়ারি) দেওয়া এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে অভিবাসন নীতি সংস্কারের পরামর্শ দিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রেদর বলেন,‘(অভিবাসন নীতি সংস্করের বিষয়ে) অঙ্গীকার পূরণের সময় এসেছে বলে আমি মনে করি। আশা করি ওয়াশিংটন এই নীতি পরিবর্তন করবে।’

তিনি আরও বলেন,‘নির্বাচনী প্রচারণার সময় অভিবাসন নীতি সংস্কার চূড়ান্ত করার কথা বলেছিলেন জো বাইডেন। আশা করি তিনি সেটা করবেন।’

তিনি বলেন, মেক্সিকো পার হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর আগে সকল অভিবাসীকে নিবৃত্ত করার চেষ্টা করবো আমরা। কিন্তু অভিবাসীদের অধিকারের বিষয়টিকেও আমাদের সম্মান করতে হবে।

সূত্র: বিবিসি

টিএম