করোনামুক্ত হয়ে টিকা নিলেন শতবর্ষী নারী
• বিশ্বের অন্যতম বয়স্ক মানুষ হিসেবে টিকা নেন ফাতেমা নেগ্রিনি
• বেশ কয়েকমাস আগে করোনায় আক্রান্ত হন তিনি, পরে সুস্থও হন
• ডিসেম্বরের ২৭ তারিখ থেকে ইতালিতে চলছে টিকাদান কর্মসূচি
• টিকা নিয়েছেন সামি মোদিয়ানো নামে ৯০ বছর বয়সী এক ব্যক্তিও
• দেশটিতে কমে এসেছে দৈনিক আক্রান্তের সংখ্যা
করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১০৮ বছর বয়সী এক ইতালীয় নারী। বিশ্বের অন্যতম বয়স্ক মানুষ হিসেবে এই টিকা গ্রহণ করেন তিনি। কয়েকমাস আগে অবশ্য তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং পরে সুস্থ হন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
বিজ্ঞাপন
১০৮ বছর বয়সী ইতালীয় ওই নারীর নাম ফাতেমা নেগ্রিনি। আগামী জুন মাসের ৩ তারিখে তিনি ১০৯ বছরে পা দেবেন। সোমবার (১৮ জানুয়ারি) মিলানের আন্নি আজুরি সান ফাউস্টিনো কেয়ার হোম নামক বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দাদের সঙ্গে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি।
ফাতেমা নেগ্রিনিসহ বৃদ্ধাশ্রমের সকল বাসিন্দা ও কর্মীদের জন্য বৃদ্ধাশ্রমে টিকা পৌঁছানোর পর সবাই আনন্দিত হন এবং এটাকে তারা শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন।
বিজ্ঞাপন
প্রথম বিশ্বযুদ্ধ শুরুর বছর দুই আগে জন্ম নেওয়া ফাতেমা গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন আক্ষেপ করে তিনি বলেছিলেন, ‘ইশ্বর আমাকে ভুলে গেছেন’।
সেসময় জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে’কে ফাতেমা বলেছিলেন,‘তিনি (ইশ্বর) আমাকে তার কাছে ডাকছেন না। তাই আমার এখনও ভালো কিছু কাজ করার সুযোগ রয়েছে। যদিও হুইলচেয়ারে করেই আমাকে চলা-ফেরা করতে হয়।’
ডিসেম্বর মাসের ২৭ তারিখে করোনার টিকাদান কর্মসূচি শুরু করে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে ১১ লাখ ৫০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।
ফাতেমা নেগ্রিনির মতো আরও এক বয়স্ক মানুষ সোমবার ইতালিতে করোনার টিকা নিয়েছেন। ৯০ বছর বয়সী ওই ব্যক্তির নাম সামি মোদিয়ানো।
সাম্প্রতিক সময়ে ইতালিতে করোনায় আক্রান্ত মানুষের দৈনিক সংখ্যা কমে এসেছে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৮২৪ জন। যা সংখ্যার বিচারে আগের দিনের তুলনায় প্রায় চার হাজার কম। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সোমবার দেশটিতে মারা গেছে ৩৭৭ জন।
গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে ৮২ হাজার ৫৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সূত্র: ডেইলি মেইল
টিএম