যুক্তরাষ্ট্রে সবার আগে ভ্যাকসিন নেবেন হোয়াইট হাউসের কর্মীরা
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রথম যাদের দেয়া হবে; তাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। চলতি সপ্তাহে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন হোয়াইট হাউসের কর্মকর্তাদের দেয়া হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কিন্তু রোববার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাথমিকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন নির্দিষ্ট কিছু রোগীকে দেয়া হবে।
বিজ্ঞাপন
মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনটি ৯৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অধিদফতর এই ভ্যাকসিন নিরাপদ বলে প্রয়োগের অনুমোদন দেয়।
প্রথম দফায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের কয়েক ডজন স্থানে ভ্যাকসিনটির ৩০ লাখ ডোজ বিতরণ করা হয়েছে। এসব ডোজের প্রথম চালান মিশিগানে পৌঁছেছে; সোমবার সকালের দিকে সেখানকার স্বাস্থ্যসেবা কর্মী ও বয়োজ্যেষ্ঠদের ভ্যাকসিনটি দেয়া হবে।
বিজ্ঞাপন
নভেম্বরের পর যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশ্বে এই ভাইরাসে শনিবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে; ওইদিন দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ৩০৯ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন প্রায় ৩ লাখ মানুষ।
করোনাভাইরাস মহামারির লাগাম টানতে টিকাদানকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ট্রাম্প প্রশাসনের তীব্র চাপের মুখে ভ্যাকসিনের এই অনুমোদনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে এফডিএ।
একই ভ্যাকসিনের ডোজ ইতোমধ্যে যুক্তরাজ্যে গণহারে প্রয়োগ শুরু হয়েছে। এছাড়াও কানাডা, বাহরাইন এবং সৌদি আরবও ফাইজার এবং বায়োএনটেকের তৈরি এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি হওয়ার পর মহামারি আকারে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ২৬ লাখের বেশি মানুষ এবং মারা গছেন ১৬ লাখের বেশি।
সূত্র : বিবিসি।
এসএস