যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বেশিরভাগ প্রথা ভাঙলেও বুধবার সকালে বাইডেনের অভিষেকের আগে হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার সময় উত্তরসূরির জন্য একটি চিঠি রেখে গেছেন ডোনাল্ড ট্রাম্প।

ওইদিন দুপুরে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বিকেলে হোয়াইট হাউসে প্রবেশের পর জো বাইডেন নিজেই সাংবাদিকদের পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেখে যাওয়া ওই চিঠির কথা জানান। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওভাল অফিসে বসে ট্রাম্পের নেওয়া নীতি বদলানোর জন্য ডজনের বেশি নির্বাহী আদেশে সই করার সময় জো বাইডেন জানান, ডোনাল্ড ট্রাম্প তার জন্য একটি ‘অত্যন্ত উদার চিঠি’ রেখে গেছেন।

সাংবাদিকরা চিঠিটি সম্পর্কে জানতে চাইলে বাইডেন বলেন, ‘যেহেতু এটি গোপন ও ব্যক্তিগত, ফলে আমি তার সঙ্গে কথা বলার আগে এটি নিয়ে অন্য কোথাও বলতে চাই না। তবে চিঠিটি অত্যন্ত আন্তরিক ছিল।’

ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করছেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রে উত্তরসূরির জন্য বিদায়ী প্রেসিডেন্টের এভাবে চিঠি রেখে যাওয়ার প্রথা বহু পুরনো। কিন্তু অভিষেক অনুষ্ঠানে উপস্থিত না থাকা ডোনাল্ড ট্রাম্প যে প্রথা মেনে চিঠি রেখে যেতে পারেন তা অনেক ভাবতে পারেননি।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা সিএনএনকে বলেন, চিঠিতে দেশের জন্য ভবিষ্যত শুভকামনা এবং নতুন প্রশাসনকে দেশের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। 

হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডায় নিজের বাসভবন মার-আ-লাগোতে যাওয়ার আগে মঙ্গলবার রাতে ওভাল অফিসে ট্রাম্পের অনেকগুলো কাজের ভেতরে বাইডেনকে চিঠি লেখা অন্যতম ছিল বলে জানান ওই উপদেষ্টা।

এএস