প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ পেল যুক্তরাষ্ট্র
প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও এশিয়ান-আমেরিকান ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রথমবার ‘সেকেন্ড জেন্টেলম্যান’ পেয়েছে যুক্তরাষ্ট্র। তিনি হলেন সদ্য শপথ নেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ।
শত বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গীরা ‘ফার্স্ট লেডি’ ও ‘সেকেন্ড লেডি’ হিসেবে পরিচিত পেয়ে আসলেও এই প্রথমবার তার ব্যতয় ঘটলো ইতিহাস তৈরি করে শপথ নেওয়া কমলা হ্যারিসের হাত ধরে।
বিজ্ঞাপন
প্রথমবার ভাইস প্রেসিডেন্টের সঙ্গী হিসেবে ৫৬ বছর বয়সী ডগলাস এমহফ অর্থাৎ সেকেন্ড জেন্টেলম্যান নয় পুরুষের সঙ্গে সঙ্গে প্রথমবার ভাইস প্রেসিডেন্টের সঙ্গী হিসেবে একজন ইহুদি ধর্মাবলম্বীকে পেল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে এর আগে কোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট নারী না হওয়ায় তাদের সঙ্গীদের নামকরণ নিয়ে এবার বেশ মুশকিলেই পড়েছিলেন নীতি নির্ধারকরা। এই কাজে প্রথম এগিয়ে আসে টুইটার কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গীর নাম নির্বাচনে সবার আগে সেকেন্ড জেন্টেলম্যান নামটি তারাই প্রস্তাব করে। আর হ্যারিস শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে ভাইস প্রেসিডেন্টের সরকারি অ্যাকাউন্টটি এমহফকে দিয়ে দেয়।
ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর ও অ্যাটর্নি কমলা হ্যারিসের স্বামী এমহফও আইনজীবী। ২০১৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রী কারস্টিনের সঙ্গে ১৬ বছরের সংসার ছাড়াও দুটি সন্তান রয়েছে তাদের।
এসএ