বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা অবশ্য এর আগে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিলেন।

তিন ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় দমকল বাহিনীর সদস্যরা ভবনের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা এক টুইট বার্তায় বলেন, ‘আমরা মাত্রই দুঃখজনক কিছু খবর পেলাম। তদন্তের পর আমরা আগুনে কয়েকজনের মৃত্যুর খবর জেনেছি। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পুনের মানজিরি এলাকায় অবস্থিত সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার টার্মিনাল-১ এর মূল ফটকের পাশে অবস্থিত একটি বহুতল ভবনের চতুর্থ ও পঞ্চম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে।

উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য একশো একর জায়গাজুড়ে অবস্থিত সেরামের ইনস্টিটিউট অব ইন্ডিয়ার মানজারি কমপ্লেক্সে মোট আট থেকে নয়টি ভবন নির্মাণ করা হচ্ছে। যেখানে টিকা উৎপাদন করা হচ্ছে সেখান থেকে এর দূরত্ব কম নয় বলে জানানো হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের কার্যালয় টুইট করে জানিয়েছে, মুখ্যমন্ত্রী পুনে নগর কমিশনারের সঙ্গে কথা বলে দুর্ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখন ও কিছু জানা যায়নি। 

এনডিটিভি জানিয়েছে, কারখানা নয়, নির্মাণাধীন একটি ভবনে আগুন লাগায় সেরামের টিকা উৎপাদন কাজ ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা বেশি। পুনাওয়ালাও এমনটাই জানিয়েছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাড়াও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি একটি টিকা উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

১৯৬৬ সালে সাইরাস পুনাওয়ালার হাত ধরে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার যাত্রা শুরু হয়। বিশ্বখ্যাত টিকা উৎপাদক প্রতিষ্ঠানটির বর্তমান কর্ণধার তার ছেলে আদর পুনাওয়ালা। 

এসএ