ট্রাম্পকে ফোন করার পরিকল্পনা নেই বাইডেনের
সদ্য শপথ নেওয়া ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তার পূর্বসূরী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের নয়া প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের ট্রাম্পকে ফোন করা সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ‘এমন কোনো পরিকল্পনা নেই।’
বিজ্ঞাপন
দায়িত্ব নেওয়ার প্রথম দিনে বাইডেন তার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প তার জন্য একটি ‘উদার’ চিঠি রেখে গেছেন। কিন্তু তার সঙ্গে কথা না বলে তিনি এ বিষয়ে কিছু বলবেন না।
ফলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির কাছে সাংবাদিকরা বিষয়টি জানতে চান। অবশ্য ক্ষমতা হস্তান্তরের প্রথা ভেঙে ট্রাম্প বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তাদের ফোনালাপ হওয়া নিয়ে সংশয় ছিল।
বিজ্ঞাপন
জেন সাকি বলেন, ‘তিনি যা জানিয়েছিলেন তা হলো তিনি সাবেক প্রেসিডেন্টের মত না নিয়ে ব্যক্তিগত চিঠির বিষয়ে বলতে চান না। তবে তিনি যে ফোন কলের মাধ্যমেই এটা করতে চেয়েছিলেন তা আমি বলবো না। তিনি শুধু তাকে দেওয়া চিঠির প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য তখন ওভাবে বিষয়টি বলেছিলেন।’
বিদায়ী প্রেসিডেন্টরা তাদের তাদের উত্তরসূরির জন্য একটি চিঠি লিখে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসের রেজুলেশন ডেস্কে রেখে দেওয়াটা একটা প্রথা। সব প্রেসিডেন্ট এমনটা করে থাকেন।
তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অন্য প্রথা না মানলেও ঠিকই তিনি প্রথা মেনে উত্তরসূরী জো বাইডেনের জন্য চিঠি রেখে গেছেন। যদিও বাইডেনের জয় তিনি কখনো মেনে নেননি।
বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বিকেলে হোয়াইট হাউসে প্রবেশের পর জো বাইডেন নিজেই সাংবাদিকদের পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেখে যাওয়া ওই চিঠির কথা জানিয়েছিলেন।
এসএ