ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু বিষয়ক এক শীর্ষ সম্মেলনে বাংলাদেশসহ পাঁচ দেশকে নিয়ে নতুন একটি জোটের ঘোষণা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার নেদারল্যান্ডসের আয়োজনে ‘ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট’ নামের ওই সম্মেলনে বরিস জনসন যে জোটের ঘোষণা দিতে যাচ্ছেন, তাতে যুক্তরাজ্য ও বাংলাদেশ ছাড়াও থাকবে মিসর, মালাওয়ি, সেন্ট লুসিয়া এবং নেদারল্যান্ডস।  

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নিয়ে ‘অ্যাডাপটেশন অ্যাকশন কোয়ালিশন’ নামে এ জোট গঠন করা হচ্ছে।   

ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নিয়ে ‘অ্যাডাপটেশন অ্যাকশন কোয়ালিশন’ নামে এ জোট গঠন করা হচ্ছে।   

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর জন্য নানা পদক্ষেপ সংক্রান্ত জাতিসংঘ ঘোষিত অভিযোজন নীতির আওতায় বিশ্ব নেতাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করবে জলবায়ু বিষয়ক নতুন এই জোট। 

এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ঝড়ের আগাম পূর্বাভাস জানানো ও সতর্ক করার জন্য একটি পদ্ধতি চালু করা ছাড়াও বন্যার পানি নিষ্কাশন এবং খরা প্রতিরোধী ফসল চাষে জোরদারের ওপর বিনিয়োগ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

যুক্তরাজ্য বলছে, এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ঝড়ের আগাম পূর্বাভাস জানানো ও সতর্ক করার জন্য একটি পদ্ধতি চালু করা ছাড়াও বন্যার পানি নিষ্কাশন এবং খরা প্রতিরোধী ফসল চাষে জোরদারের ওপর বিনিয়োগ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

ক্লাইমেট অ্যাডাপটেশন সামিটে নামে ভার্চুয়াল সম্মেলনে যুক্ত থাকবেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, চীনের উপ-প্রধানমন্ত্রী হান ঝেং, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন ও বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি।

এই শীর্ষ সম্মেলনের আগ মুহূর্তে বিশ্বজুড়ে প্রায় তিন হাজার বিজ্ঞানী রাষ্ট্রনেতাদেরকে বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষায় চাপ অব্যাহত রেখেছেন।

জলবায়ু সংক্রান্ত শীর্ষ এই ভার্চুয়াল সম্মেলনের উদ্দেশ্য ২০৩০ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলায় ব্যবহারিক সমাধান এবং পরিকল্পনা নির্ধারণ করা।

এই শীর্ষ সম্মেলনের আগ মুহূর্তে বিশ্বজুড়ে প্রায় তিন হাজারের বেশি বিজ্ঞানী রাষ্ট্রনেতাদেরকে বৈশ্বিক উষ্ণায়নের মতো মারাত্মক এক ক্ষতির হাত থেকে পৃথিবীকে রক্ষার জন্য আরও চাপ দিচ্ছেন।

সোমবার আয়োজিত রাষ্ট্রনেতাদের এই আলোচনায় যোগ দিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে ফিরছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের মানুষ ও অর্থনীতি সুরক্ষিত করার উন্নত উপায় নিয়ে সোমবার আয়োজিত রাষ্ট্রনেতাদের এই আলোচনায় যোগ দিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে ফিরছে যুক্তরাষ্ট্র।

২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে বৈশ্বিক এই লড়াইয়ে পিছু হটেছিল দেশটি। 

সূত্র: রয়টার্স

এএস