ইতোমধ্যে সংঘটিত বিশ্বব্যাপী উষ্ণতার প্রভাব থেকে বিশ্বের মানুষ ও অর্থনীতি সুরক্ষিত করার উন্নত উপায় নিয়ে উচ্চস্তরের আলোচনায় যোগ দিয়ে সোমবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে ফিরছে যুক্তরাষ্ট্র।

২০১৫ সালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বের প্রায় সব জাতিরাষ্ট্রের স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে এই লড়াইয়ে পিছু হটে। 

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে ঢোকার দিনই ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনতে একটি নির্বাহী আদেশ জারি করেন জো বাইডেন। এরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে সোমবার।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, চীনের উপ-প্রধানমন্ত্রী হান ঝেং, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ছাড়াও বিশ্বের অন্য অনেক রাষ্ট্রনেতাদের সঙ্গে সোমবার ‘জলবায়ু অভিযোজন সম্মেলন’-এ অংশ নেবেন বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।     

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নেদারল্যান্ডসের আয়োজনে ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্দেশ্য ২০৩০ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলার জন্য ব্যবহারিক সমাধান এবং পরিকল্পনা নির্ধারণ করা।

জলবায়ু পরিবর্তন বিষয়ক এই শীর্ষ সম্মেলনের আগে বিশ্বজুড়ে প্রায় তিন হাজারের বেশি বিজ্ঞানী রাষ্ট্রনেতাদেরকে উষ্ণায়নের মতো মারাত্মক ক্ষতির হাত থেকে পৃথিবীকে রক্ষার জন্য আরও চাপ দিয়ে যাচ্ছেন।

এএস