সিকিম সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ
পূর্ব ভারতের সিকিম সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের সেনারাই আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উত্তর সিকিমের চীনা সীমান্তে তিন দিন আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গত বছর লাদাখ সীমান্তে দুই পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত বছরের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। চীন অবশ্য নিজ সেনাদের হতাহতের কোনো তথ্য দেয়নি।
ভারতীয় সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উত্তর সিকিমের নাকুলা পাস এলাকায় চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের সর্বশেষ এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভারতীয় সামরিক কর্মকর্তাদের দাবি, চীনা সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষ হয় এবং নিজ ভূখণ্ডে চীনা সেনাদের ফেরত যেতে বাধ্য করা হয়।
ভারত বা চীন অবশ্য প্রকাশ্যে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: বিবিসি
টিএম