নতুন স্নায়ুযুদ্ধ নিয়ে শি’র হুঁশিয়ারি
নতুন করে স্নায়ুযুদ্ধ শুরুর বিষয়ে বিশ্বনেতাদের হুঁশিয়ার করে মহামারি করোনার প্রকোপ মোকাবিলায় এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার ভার্চুয়াল দাভোস সম্মেলনে শি জিনপিং বলেন, ‘ছোট ছোট চক্র তৈরি করা বা একটি নতুন স্নায়ুযুদ্ধ শুরু করা, অন্যদের প্রত্যাখ্যান, হুমকি দেওয়া বা ভয় দেখানো— বিশ্বকে কেবল বিভক্তির দিকে ঠেলে দেবে।’
বিজ্ঞাপন
চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৈশ্বিক জোটকে পুনরুজ্জীবিত করার জন্য নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার বিষয়টিকে লক্ষ্য করেই জিনপিং এমন শব্দ উচ্চারণ করলেন বলে ধারণা বিশ্লেষকদের।
দায়িত্ব নিয়েই দেশের জরুরি সংকট মোকাবিলায় ব্যস্ত বাইডেন। তাই ২৫-২৯ জানুয়ারির ভার্চুয়াল দাভোসে এখনো অংশ নেননি। ওয়াশিংটনের পক্ষে তার জলবায়ু বিষয়ক দূত জন কেরিকে নিযুক্ত করেছেন তিনি।
বিজ্ঞাপন
ডোনাল্ড ট্রাম্পের অধীনে পূর্ববর্তী মার্কিন প্রশাসন কর্তৃক চীনকে লক্ষ্য করে নানা পদক্ষেপের ইঙ্গিত করে জিনপিং বলেন, ‘লড়াই সবসময়ই প্রতিটি জাতির স্বার্থের জন্য ক্ষতিকর এবং মানুষের কল্যাণে বাধা হয়ে দাঁড়ায়।
২০১৭ সালের দাভোস সম্মেলনে মুক্ত বাণিজ্য আর বিশ্বায়নের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরার পর এবার ২৫ মিনিটের বক্তৃতায় জিনপিং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বহুত্ববাদী অর্থনীতির পক্ষে সাফাই গেয়েছেন।
তিনি বলেছেন, ‘আমাদের একটি মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলা উচিত। আমাদের উচিত বৈষম্যমূলক ও বর্জনীয় মান, বিধি ও ব্যবস্থা বাদ দেওয়া এবং বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত বাণিজ্যের বাধাগুলো নিরসন করা।’
শি জিনপিং বলেন, ‘জি-২০কে (ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের উন্নত ও উদীয়মান অর্থনীতির ১৯টি দেশের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট) বৈশ্বিক অর্থনৈতিক শাসনের মূল ফোরাম হিসেবে আরও শক্তিশালী করা উচিত এবং আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক নীতি সমন্বয়ের জন্য আরও নিবিড়ভাবে কাজ করতে হবে বিশ্বকে।’
এএস