সারা ভারতজুড়ে পালিত হচ্ছে দেশটির ৭২তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিনটি কন্টিনজেন্ট।

কুচকাওয়াজের প্রথম ১০ সারিতে ছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর ১২২ জন সদস্য। পাকিস্তানের নিকট থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর স্মরণে এই কুচকাওয়াজে অংশ নেন তারা।

লেফটেন্যান্ট কর্নেল মোহতাশিম হায়দার চৌধুরীর নেতৃত্বে তিন বাহিনীর কন্টিনজেন্টের প্রথম ছয় সারিতে ছিল বাংলাদেশ সেনাবাহিনী, পরের দুই সারিতে নৌবাহিনী ও শেষের দুই সারিতে বিমানবাহিনী ছিল।

এসময় ভারতীয় নৌবাহিনীর জাহাজ ভিক্রান্তের মডেল এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পরিচালিত সমুদ্র অভিযানের চিত্র কুচকাওয়াজে তুলে ধরে ভারতীয় নৌবাহিনী।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য আগেই জানিয়েছিল, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী কিংবদন্তি মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারিত্ব বহন করবে বাংলাদেশ কন্টিনজেন্ট।’

এদিকে মঙ্গলবার প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান উড়িয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন এক নারী পাইলট। ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্ত নামে ওই নারী পাইলট জঙ্গিবিমান নিয়ে ফ্লাইপাস্টে অংশগ্রহণ করে ইতিহাসে নাম লেখান।

এর আগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, ‘ভারতের জনগণকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ!’

উল্লেখ্য, ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতে নতুন সংবিধান কার্যকর হয় এবং এতে ভারতকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে ২৬ জানুয়ারি।

তবে চলতি বছর করোনা মহামারির কারণে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সীমিত পরিসরে আয়োজন করা হয়। কুচকাওয়াজের দৈর্ঘ্য ৮ দশমিক ২ কিলোমিটার থেকে কমিয়ে ৩ দশমিক ৩ কিলোমিটারে নামিয়ে আনা হয়। সেই সঙ্গে দর্শক সংখ্যা ১ লাখ ১৫ হাজার থেকে কমিয়ে নির্ধারণ করা হয় ২৫ হাজার। পাশাপাশি, গত পাঁচ দশকের মধ্যে এবারই প্রথমবারের মতো ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে কোনো বিদেশি নেতা উপস্থিত ছিলেন না।

ভারত অবশ্য চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ জানিয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি- আমন্ত্রণ অনুযায়ী ভারতে আসার ইচ্ছে থাকলেও নিজ দেশে করোনা পরিস্থিততির অবনতি হওয়ায় শেষ মুহূর্তে সফর বাতিল করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর আগে সর্বশেষ ১৯৬৬ সালে কোনো বিদেশি অতিথি ছাড়াই প্রজাতন্ত্র দিবস পালন করেছিল ভারত। সেবার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী হঠাৎ মৃত্যু এবং প্রজাতন্ত্র দিবসের দুই দিন আগে ইন্দিরা গান্ধী দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

কুচকাওয়াজে ভারতীয় সামরিক বাহিনী তাদের অত্যাধুনিক বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শন করে। এর মধ্যে ছিল- টি-৯০ ট্যাংক, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, পিনাকা বহুমুখী রকেট লঞ্চ সিস্টেম, টি-৭২ ট্যাংকসহ বিভিন্ন ধরনের অস্ত্র।

সূত্র: ইন্ডিয়া টাইমস

টিএম