রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, ১১ জনের মৃত্যু
রাশিয়ার উরাল পর্বতমালা সংলগ্ন এলাকা বাশকোরতোস্তানের ইশবুলদিনোর এক বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
রাশিয়ার জরুরি পরিস্থতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনী পৌঁছানোর পূর্বে ওই নিবাসের চারজন ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে সমর্থ হন।
বিজ্ঞাপন
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বেঁচে যাওয়া চারজনের মধ্যে একজন ওই নিবাসের কর্মচারী।
আগুন লাগার পর অগ্নিনির্বাপক বাহিনী আসার পূর্বে নিজ উদ্যোগে তিনি নিবাসের বাসিন্দাদের বাঁচাতে এগিয়ে আসেন এবং কাঠের তৈরি ওই একতলা ভবন থেকে তিনজন বাসিন্দাকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন।
বিজ্ঞাপন
ইন্টারফ্যাক্স জানিয়েছে, আগুনের ব্যাপকতা এবং বার্ধক্যজনিত শারীরিক জড়তার কারণে ওই ১১ জন তাদের ঘর থেকে বের হতে পারেন নি।
রাশিয়ার তদন্তকারী সংস্থা ইতোমধ্যে জানিয়েছে, এ ঘটনার যথাযথ তদন্ত করা হবে।
এসএমডব্লিউ/এএস