আগামী মার্চের মধ্যে দেশের ১০ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দিতে চায় যুক্তরাষ্ট্র। রোববার দেশটির কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রধান উপদেষ্টা এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের। 

স্থানীয় সময় শুক্রবার রাতে প্রথম টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার অনুমোদন দিলে রোববার থেকে তার সরবরাহ শুরু হয়।   

ডিসেম্বরের মধ্যেই চার কোটি টিকার ডোজ সরবরাহ করবো। এর মধ্যে ফাইজার-বায়োএনটেক ছাড়াও মডার্নার টিকাও রয়েছে।  

যুক্তরাষ্ট্রের টিকাদান কর্মসূচির প্রধান 

যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রধান উপদেষ্টা ডা. মোনচেপ স্লাউই রোববার মার্কিন  সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেন, ‘২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে আমরা ১০ কোটি মানুষকে করোনার টিকা দেব‘। 

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই আমরা চার কোটি টিকার ডোজ সরবরাহ করবো। এর মধ্যে সদ্য অনুমোদন পাওয়া ফাইজার-বায়োএনটেক ছাড়াও এই সপ্তাহেই অনুমোদন পেতে যাওয়া মডার্নার টিকাও রয়েছে।   

এ ছাড়া আগামী বছরের জানুয়ারিতে আরও পাঁচ থেকে আট কোটি এবং ফেব্রুয়ারিতেও একই পরিমাণ টিকা সরবরাহ করা হবে জানিয়ে তিনি বলেন, একজন মানুষকে এসব টিকার দুটি করে ডোজ দিতে হবে।  

প্রথমে সম্মুখসারির করোনা যোদ্ধা ছাড়াও কেয়ার হোমগুলোতে থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলোকে টিকা দেয়া হবে 

ডা. মোনচেপ স্লাউই

ডা. স্লাউই বলেন, ‘ফাইজারকে সাহায্যে তাদের সঙ্গে কাজ করছি আমরা। এ ছাড়া আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে যেন আরও ১০ কোটি ডোজ টিকা সরবরাহের ব্যবস্থা করতে পারে এ জন্য সহযোগিতা করছি তাদের’। 

প্রথমে সম্মুখসারির করোনা যোদ্ধা ছাড়াও কেয়ার হোমগুলোতে থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলোকে টিকা দেয়া হবে বলেও জানিয়েছেন মার্কিন সরকারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রধান এই ব্যবস্থাপক। 

শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়ায়। কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ায় এর আগের দিন শুক্রবার। 

জার্মান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে মার্কিন কোম্পানি মডার্না করোনাভাইরাসের যে টিকা তৈরি করেছে তা ৯৫ শতাংশ কার্যকর ও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে চূড়ান্ত ধাপের ট্রায়ালের ফলে জানা গেছে।  

স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ায় এর আগের দিন শুক্রবার। 

করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে নভেম্বর থেকে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখন প্রায়ই ভাঙছে দৈনিক মৃত্যুর রেকর্ড। গত সাত দিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই হাজার ৪১১ জন কোভিড-১৯ রোগীর প্রাণহানি হয়েছে।

এএস