যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হয়েছে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি। এদিন সকালে দেশটির প্রথম ব্যক্তি হিসেবে প্রথম অনুমোদন পাওয়া ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকা নিয়েছেন নিউইয়র্কের এক নার্স।

নার্স সান্দ্রা লিন্ডসে টিকা নেয়ার পর বলেন, ‘আমি আজ আশাবাদী।’

নিউইয়র্কের লং আইল্যান্ড জিউয়িশ মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রের নার্স সান্দ্রা লিন্ডসে টিকা নেয়ার পর বলেন, ‘আমি আজ আশাবাদী।’ এ সময় নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো তা সরাসরি দেখছিলেন।  

গত বছরের ডিসেম্বরের শেষে চীনে প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়ানোর পর দেশটিতে টিকাদান কর্মসূচি শুরুর এই সুখবর এলো। 

যুক্তরাষ্ট্র সবার আগে স্বাস্থ্যকর্মী, কেয়ার হোমগুলোতে থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রবীণ এবং সম্মুখসারিতে থেকে মহামারি মোকাবিলায় নেতৃত্ব দেয়া অন্যান্য কর্মীদের টিকা দেবে

এর আগে গত শুক্রবার কোভিড-১৯ এর প্রথম টিকা হিসেবে জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে তৈরি মার্কিন কোম্পানি ফাইজারের করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।  

যুক্তরাষ্ট্র সবার আগে স্বাস্থ্যকর্মী, কেয়ার হোমগুলোতে থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রবীণ এবং সম্মুখসারিতে থেকে মহামারি মোকাবিলায় নেতৃত্ব দেয়া অন্যান্য কর্মীদের টিকা দেবে। এর পর অগ্রাধিকার পাবে বাকি মানুষজন।   

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন, সৌদি আরব এবং সিঙ্গাপুর ফাইজার-বায়োএনটেকের যৌথভাবে তৈরি কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে।

আগামী মার্চের মধ্যে দেশের ১০ কোটি মানুষকে কোভিড-১৯ টিকা দেয়া হবে বলে রোববার ফক্স নিউজের এক অনুষ্ঠানে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রধান উপদেষ্টা ডা. মোনচেপ স্লাউই।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন ও সৌদি আরবের পর আজ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরও ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

এএস