বিজেপি সভাপতি নাড্ডার করোনা
মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ (জেপি) নাড্ডা।
প্রাথমিকভাবে কিছু লক্ষণ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করালে তার ফল পজিটিভ আসে। তবে শারীরিক অবস্থা ভালো বলেও জানিয়েছেন তিনি
বিজ্ঞাপন
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী রোববার এক টুইট বার্তায় নিজের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর দিয়ে জেপি নাড্ডা লিখেছেন, ‘নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর আমি এখন বাড়িতেই আইসোলেশনে রয়েছি’।
ষাট বছর বয়সী বিজেপির এই নেতা আরও জানিয়েছেন প্রাথমিকভাবে কিছু লক্ষণ দেখা দেয়ায় তিনি নমুনা পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। তবে শারীরিক অবস্থা ভালো বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে উত্তরাখন্ড ও পশ্চিমবঙ্গে বেশ কিছু রাজ্যে সফর করে নানা আয়োজনে অংশ নেয়ার পর করোনার আক্রান্ত হলেন তিনি
সম্প্রতি তার সংস্পর্শে এসেছেন এমন সবাইকে করোনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রবীণ এই নেতা জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি চিকিৎসকের সব ধরনের নির্দেশনা অনুসরণ করে চলছেন।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু রাজ্যে সফর করে নানা আয়োজনে অংশ নেন জেপি নাড্ডা। এর মধ্যে উত্তরাখন্ড ও পশ্চিমবঙ্গেও সফর করেন তিনি। প্রসঙ্গত, বিজেপির অনেক নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানে, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ অনেক শীর্ষস্থানীয় নেতা নাড্ডার সুস্থতা কামনা করে টুইট করেছেন।
এএস