মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের পদত্যাগ
সোমবার যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগ করেছেন।
নির্বাচনে কারচুপি হয়েছে বলে ট্রাম্প যে অভিযোগ তুলেছেন প্রকাশ্যে তার বিরুদ্ধে দ্বিমত পোষণ করেছিলেন উইলিয়াম বার
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র অনলাইন প্রতিবেদন অনুযায়ী উইলিয়াম বারের পদত্যাগের পরপরই তার সহকারী জেফ রোজেনকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরিবারের সাথে ছুটি কাটাতে বড়দিনের উৎসবের আগে তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ছেড়ে চলে যেতে চান
ডোনাল্ড ট্রাম্প
বিজ্ঞাপন
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের তোলা অভিযোগের বিরুদ্ধে প্রকাশ্যে দ্বিমত পোষণ করেছিলেন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সদ্য পদত্যাগকৃত উইলিয়াম বার।
সোমবার রাতে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এইমাত্র হোয়াইট হাউসে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সঙ্গে খুব ভালো একটা সাক্ষাৎ হয়েছে। আমাদের সম্পর্ক খুবই ভালো। বার এতোদিন দারুণভাবে দায়িত্ব সামলেছেন। তিনি আমাকে একটি চিঠি দিয়েছেন। চিঠির ভাষ্য অনুযায়ী, পরিবারের সাথে ছুটি কাটাতে বড়দিনের উৎসবের আগে তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ছেড়ে চলে যেতে চান’।
আমি সামনের সপ্তাহে প্রশাসনিক গুরুত্বপূর্ণ কিছু কাজ করবো এবং ডিসেম্বরের ২৩ তারিখে দায়িত্ব ছেড়ে দেবো’
উইলিয়াম বার
ওই টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন অ্যাটর্নি জেনারেলের নাম ঘোষণা দিয়ে বলেন, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন খুব চমৎকার মানুষ। তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। আর রিচার্ড ডনোগ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।’
প্রেসিডেন্ট ট্রাম্পকে দেয়া পদত্যাগপত্রে উইলিয়াম বার লিখেছেন, ‘আমি সামনের সপ্তাহে প্রশাসনিক গুরুত্বপূর্ণ কিছু কাজ করবো এবং ডিসেম্বরের ২৩ তারিখে দায়িত্ব ছেড়ে দেবো’।
ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনার প্রশাসন ও দেশের জনগণকে সেবা করার সুযোগ পেয়ে আমি খুব সম্মানিত। আপনার সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে আমি গর্বিত। আপনি আমেরিকানদের জন্য দারুণ সব অভূতপূর্ব অর্জন এনে দিয়েছেন’।
সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া
টিএম/এএস