নতুন দুই ধরনেও টিকা কার্যকর : ফাইজার
যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন দুটি ধরনের সংক্রমণ প্রতিরোধেও তাদের তৈরি টিকা কার্যকর বলে দাবি করেছে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক।
যৌথভাবে করোনার টিকা উদ্ভাবক কোম্পানি দুটি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘বিদ্যমান ধরনটি এবং সম্প্রতি শনাক্ত নতুন দুটি ধরনের ক্ষেত্রে টিকার কার্যকারিতার পার্থক্য তেমন দেখা যায়নি। ফলে ধরে নেওয়া যায় যে মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে আমাদের তৈরি টিকার কার্যকারিতা কমার সম্ভাবনা খুবই কম।’
বিজ্ঞাপন
গবেষণায় যদিও দেখা যাচ্ছে, নতুন ধরন দুটির জন্য পৃথক টিকার প্রয়োজন নেই তারপরও ফাইজার-বায়োএনটেক জানিয়েছে, যদি দেখা যায় তাদের টিকা নতুন ধরনে কাজ করছে না তাহলে ব্যবস্থা নেবে তারা।
কোম্পানি দুটি তাদের বিবৃতিতে জানিয়েছে, তাদের টিকা তো বিশ্বব্যাপী দেওয়া শুরু হয়েছে। ফলে নতুন ধরনসহ বিদ্যমান ধরনে তাদের টিকার কার্যকারিতা প্রকৃত অর্থেই কেমন হয় সে বিষয়টি পর্যবেক্ষণে রাখছে তারা।
বিজ্ঞাপন
ফাইজার ও বায়োএনটেক বিশ্বাস করে যে, বায়োএনটেকের নমনীয় এমআরএনএ প্রযুক্তির কারণে যদি কখনো নতুন করোনার ধরনের জন্য পৃথক টিকার প্রয়োজন হয় তাহলে সেটার ব্যবস্থা করতে পারবে তারা।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে প্রাদুর্ভাব ছড়ানোর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো বিশ্বজুড়ে ১৮ হাজারের বেশি কোভিড-১৯ আক্রান্ত মানুষ মারা গেছে। আর এতে একমাত্র আশার বাতিঘর হল টিকা।
এএস