সংযুক্ত আরব আমিরাতসহ তিনটি দেশের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। নতুন করে করোনাভাইরাস সংক্রমণের ভয়ে বিশ্বের ব্যস্ততম রুট দুবাই-লন্ডনসহ বুরুন্ডি ও রোয়ান্ডার সঙ্গে ফ্লাইট চলাচলে বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটি। শুক্রবার (২৯ জানুয়ারি) থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে যুক্তরাজ্যের লন্ডন পর্যন্ত রুটটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে সবচেয়ে ব্যস্ত রুট। অর্থ্যাৎ যাত্রীচাহিদা থাকা সত্ত্বেও করোনায় বিপর্যস্ত এই দেশটি ফ্লাইট চলাচলে নিষধাজ্ঞা আরোপ করল। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য চলবে।

ব্রিটেন সরকার জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনসহ প্রতিষেধক-প্রতিরোধী নতুন ধরনের সংক্রমণের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটেনের পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস জানিয়েছেন, ব্রিটিশ, আইরিশ এবং ব্রিটেনে বসবাসের অনুমতি আছে এমন ব্যক্তি ছাড়া এই সকল দেশ থেকে সকলের জন্য ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে অনুমতি থাকা ব্যক্তিদেরও ব্রিটেনে প্রবেশের পর কমপক্ষে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজও নিষেধাজ্ঞা শুরুর সময় থেকে লন্ডনগামী সকল ফ্লাইট বাতিল করেছে। এছাড়া লন্ডনগামী যাত্রীদের এয়ারপোর্টে না এসে স্ব স্ব বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনা মহামারির মধ্যেও দুবাই থেকে লন্ডন ছিল ব্যস্ততম রুট। চলতি মাসেই এক লাখ ৯০ হাজারের বেশি যাত্রী এই রুটে যাতায়াত করেছেন। তবে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপের পর আপাতত বন্ধ থাকছে এই রুটে বিমান চলাচল।

সূত্র: রয়টার্স

টিএম