মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয়ার পর ভ্যাকসিন নিতে আগ্রহী নাগরিক এবং বাসিন্দাদের নাম নিবন্ধনের আহ্বান জানিয়েছে সৌদি আরব। এক সপ্তাহ আগে সৌদি আরব এই করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয়।
 
সোমবার দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলছে, সৌদিতে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি তিন ধাপে বাস্তবায়ন হবে।

প্রথম ধাপে যাদের বয়স ৬৫ বছরের বেশি, দীর্ঘকালীন অসুস্থতা আছে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম; তাদের ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া এই ধাপে করোনা সংক্রমণের সর্বাধিক ঝুঁকিতে থাকা স্বাস্থ্য কর্মীদেরও অন্তর্ভূক্ত করা হবে। 

দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এরপরই সর্বসাধারণের জন্য ভ্যাকসিন সহজলভ্য হবে। 

মধ্যপ্রাচ্যের অন্যতম জনবহুল এই দেশটিতে গত কয়েকমাস ধরে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। সোমবার দেশটিতে ১২৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার মানুষ এবং মারা গেছেন প্রায় ৬ হাজার।  

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছেন প্রায় ৭ কোটি ৩২ লাখের বেশি এবং মারা গেছেন ১৬ লাখ ৩০ হাজারের বেশি। 

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩ লাখ ৮ হাজার ৯১ জন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ দ্বিতীয় দফায় বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেক ছাড়া অন্য কোনও কোম্পানি এর ভ্যাকসিন আনতে পারেনি। বেশ কয়েকটি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় কার্যকর প্রমাণিত হলেও চূড়ান্ত ফল না আসায় অনুমোদন পায়নি।

এসএস