রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকা কোভিড-১৯ প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর। টিকাটির চূড়ান্ত ধাপের ট্রায়ালের এমন ফলাফল প্রকাশিত হয়েছে প্রখ্যাত ব্রিটিশ চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানচেটে’। খবর ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির। 

বিবিসি লিখেছে, ট্রায়ালে রাশিয়ার টিকা নিরাপদ বলেও বিবেচিত হয়েছে এবং হাসপাতালে ভর্তি ও মৃত্যুর বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা দেবে বলেও প্রকাশিত ওই নিবন্ধে দাবি করা হয়েছে। 

তবে স্পুটনিক-৫ নিয়ে প্রথমে সমালোচনা শুরু হয়েছিল। চূড়ান্ত ধাপের ট্রায়ালের তথ্য প্রকাশ করার আগেই মস্কো টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়ার পরই এই সমালোচনা শুরু হয়।  

কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন, এই টিকার উপকারিতা এখন দৃশ্যমান। এর মধ্য দিয়ে করোনায় কার্যকর হিসেবে প্রমাণিত টিকাগুলোর তালিকায় ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকা, মডার্নার ও জানসেনের পর স্পুটনিক-৫ টিকার নাম যুক্ত হলো।

যুক্তরাজ্যে উদ্ভাবিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও বেলজিয়ামে উদ্ভাবিত জেনসেনের টিকার মতো একই প্রযুক্তিতে স্পুটনিক-১৫ টিকা তৈরি হয়েছে বলে ওই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এসব টিকা তৈরির ক্ষেত্রে ঠাণ্ডা ধরনের (কোল্ড টাইপ) ভাইরাস ব্যবহার করা হয়েছে। ভাইরাসের অতি ক্ষুদ্র একটি দুর্বল অংশ শরীরে প্রয়োগ করে ওই ভাইরাসের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধী অংশকে সক্রিয় করা। যাতে পরবর্তীতে সত্যিকার আক্রমণ ঠেকানো যায়। এটি প্রচলিত পদ্ধতি। বাজারের অধিকাংশ টিকা এই পদ্ধতিতে তৈরি। 

এই পদ্ধতিতে তৈরি টিকা নিরাপদ ও সুরক্ষিত হিসেবে প্রমাণিত। এই টিকা প্রয়োগ করার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। এরপর যদি করোনাভাইরাস শরীরে সংক্রমণ ঘটায় তাহলে এই অ্যান্টিবডি তার প্রতিরোধ করতে সক্ষম। 

এএস