দেশের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের বিমানবন্দর একেবারে বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বিমানবন্দরের ব্যবস্থাপক মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

ইয়াঙ্গুন বিমানবন্দরের ব্যবস্থাপক ফোন মিইন্ত বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আগামী মে মাস পর্যন্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি। 

স্থানীয় দৈনিক দ্য মিয়ানমার টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ইয়াঙ্গুন বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা করা বাতিল করে দেওয়া হয়েছে। 

সোমবার নবনির্বাচিত সরকারপ্রধান অং সান সু চি ছাড়াও প্রেসিডেন্ট ও অন্যান্য শীর্ষ সরকারি কর্তাব্যক্তিদের আটক ও বন্দি করার মাধ্যমে আবারও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ক্ষমতা দখলে নেওয়ার পর এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এর আগেই অবশ্য মিয়ানমারের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল নিষিদ্ধ করার কথা জানানো হয়েছিল। তবে ওই নিষেধাজ্ঞা ছিল সাময়িক। এবার ইয়াঙ্গুনের বিমানবন্দর মে পর্যন্ত বন্ধ করে দিল সামরিক জান্তা সরকার।

এএস