অভ্যুত্থান অনিবার্য ছিল: মিয়ানমারের সেনাপ্রধান
মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং
মিয়ানমারে অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা সেনাবাহিনীর জন্য অনিবার্য হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লেইং। বিশ্বজুড়ে মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দার ঝড় শুরু হওয়ায় সেনাপ্রধান প্রথমবারের মতো এই মন্তব্য করেছেন বলে বুধবার ফরাসী বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিয়ানমারের প্রভাবশালী সামরিক বাহিনী সবাইকে স্তম্ভিত করে দিয়ে সোমবার ভোরের দিকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে দেয়। ভোরের আলো ফোটার আগেই দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) প্রধান ও স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং অন্যান্য নেতাদের আটক করে সেনাবাহিনী। ওইদিন নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টের অধিবেশনে গত ৮ নভেম্বরের নির্বাচনে এনএলডির জয়ের স্বীকৃতি দেয়ার কথা ছিল।
বিজ্ঞাপন
দীর্ঘ পাঁচ দশকের স্বৈরশাসনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের ১০ বছরের যাত্রা হোঁচট খায় অভ্যুত্থানের মাধ্যমের আবারও সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ায়। অভ্যুত্থানের পর সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের হাতে আইন, বিচার ও নির্বাহী বিভাগের দায়িত্ব হস্তান্তর করেছে সামরিক বাহিনী।
মিয়ানমারে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। তিনি বলেন, নির্বাচনী জালিয়াতির ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় আইন মেনেই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
অনেকের অনুরোধের পর দেশের জন্য এই অভ্যুত্থান অনিবার্য ছিল এবং এ কারণে অভ্যুত্থানকে বেছে নিতে হয়েছে আমাদের।
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং
এদিকে, অভ্যুত্থানের পর মিয়ানমারজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকরা নিজেদের বাড়িতে থালা-বাটি, হাড়ি-পাতিল বাজিয়ে সেনাবাহিনীর অভ্যুত্থানের প্রতিবাদ জানিয়েছেন। প্রেসিডেন্ট উইন মিন্ট, স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক ও সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে দেশটির চিকিৎসকরাও বুধবার থেকে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন।
অভ্যুত্থানে দেশের ক্ষমতা সামরিক বাহিনী দখলের নেয়ার পর দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাজধানী নেইপিদোতে পার্লামেন্ট ভবনের আশপাশে সৈন্যদের অবস্থান নিতে দেখা গেছে। আটক সু চি, প্রেসিডেন্ট উইন্ট মিন্ট ও অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে ফেসবুক পেইজে এক বিবৃতি দিয়েছে এনএলডি।
অন্যদিকে, বুধবার সকালের দিকে অং সান সু চিকে নেইপিদোতে তার বাসভবনে দেখা গেছে বলে এনএলডির একজন কর্মকর্তা জানিয়েছেন। তবে সু চির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এনএলডির তথ্য কর্মকর্তা কী তোয়ে ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, নিজের সুস্থতা জানানোর জন্য অং সান সু চি তার বাসভবনে কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি করেছেন।
এসএস