করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে নাগরিক নন এমন ব্যক্তিদের কুয়েতে প্রবেশে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। আগামী রোববার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে

বুধবার কুয়েতের মন্ত্রিসভা থেকে দেওয়া বিবৃতিতে এই আদেশ সম্পর্কে বলা হয়, সম্প্রতি দেশের হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যহারে বাড়ছে। এর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। ‍

নাগরিকদের সরাসরি আত্মীয় অর্থাৎ মা-বাবা ও সন্তান এবং বৈধ গৃহকর্মীদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে; তবে এ বিষয়ে বলা হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে কুয়েতে যারা প্রবেশ করবেন, তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আদেশে আরো বলা হয়েছে- ব্যায়ামাগার, সেলুন, বিনোদন ও বাণিজ্যিক কেন্দ্রগুলো আগামী দু’সপ্তাহ রাত ৮ টার মধ্যে বন্ধ করে ফেলতে হবে। তবে ওষুধের দোকান, সুপারমার্কেট ও খাদ্যসামগ্রীর দোকানগুলোর ওপর এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

কুয়েতের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪১০ জন এবং এদের মধ্যে শুধু বুধবার আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫৬। এ রোগে এ পর্যন্ত সেখানে মারা গেছেন ৯৬০ জন।

করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ২০ টি দেশের নাগরিকদের প্রবেশে দু’সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব সরকার। এর কয়েকদিন পরই এই আদেশ জারি করল কুয়েত।

সূত্র: আলজাজিরা

এসএমডব্লিউ