ভারতে টিকা ব্যবহারের আবেদন প্রত্যাহার করল ফাইজার
প্রথম কোম্পানি হিসেবে ভারতে নিজেদের তৈরি কোভিড-১৯ টিকা ব্যবহারের অনুমোদন পেতে আবেদন করেছিল মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেক। কিন্তু কোম্পানি দুটি তাদের সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছে।
ভারতে টিকা ব্যবহারের আবেদন প্রত্যাহার করে নেওয়ার কথা শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ফাইজার কর্তৃপক্ষ। তবে সুস্পষ্ট কী কারণে আবেদন প্রত্যাহার করে নেওয়া হলো তা জানানো হয়নি।
বিজ্ঞাপন
জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে এই টিকা উদ্ভাবন করেছে ফাইজার। কিন্তু প্রথম কোম্পানি হিসেবে অনুমোদনের আবেদন করার পরও ফাইজারের আগে দুটি টিকার অনুমোদন দিয়েছে ভারত সরকার।
ফাইজার কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, গত বুধবার ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তাদের বৈঠক হয়েছে। ওই বৈঠকের পরই টিকার অনুমোদন চেয়ে করা আবেদন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
বিজ্ঞাপন
ফাইজার জানিয়েছে, ‘বৈঠকে আলোচনার মাধ্যমে এবং ভারতের নিয়ন্ত্রক সংস্থার টিকা নিয়ে চাওয়া অতিরিক্ত তথ্যের বিষয়টি নিয়ে বোঝাপড়া তৈরির ভিত্তিতে কোম্পানি আপাতত আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অতিরিক্ত যেসব তথ্য চাচ্ছে সেগুলো জমা দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে তারা আবারও দেশটিতে টিকা ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য আবেদনের কথা জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ভারত ইতোমধ্যে দুটি টিকার অনুমোদন দিয়েছে। একটি অক্সফোর্ডের তৈরি ও সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড। অপরটি ভারত বায়োটেকের উদ্ভাবিত ও তাদেরই তৈরি কোভ্যাকসিন।
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথমে টিকা পাচ্ছেন স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারির ‘করোনা যোদ্ধারা’। গত ১৯ দিনে দেশটিতে প্রায় ৫০ লাখ মানুষকে টিকা দিয়েছে বলে জানা যাচ্ছে।
এএস