করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ। একইসঙ্গে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার অতিক্রম করেছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে জন্স হপকিন্স ইউনিভার্সিটির (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩ লাখ ৯ হাজার পাঁচ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৫৭৩ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬৯ লাখ ১৪ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৬২ হাজার ১৩৮ জন মারা গেছেন। পার্শ্ববর্তী ভারত ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৮ লাখ ১৪ হাজার ৩০৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৯১৮ জন। অন্যদিকে ব্রাজিলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৪৭ হাজার ১৬৫ জন এবং মারা গেছে ২ লাখ ৩০ হাজার ৩৪ জন। মেক্সিকোতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৮০ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৭৮৬ জন। বৈশ্বিক মৃতের সংখ্যার দিক দিযে মেক্সিকো রয়েছে তৃতীয় অবস্থানে।

এছাড়া যুক্তরাজ্য এখন পর্যন্ত এক লাখ ১২ হাজার ৩০৫ জন, ইতালিতে ৯১ হাজার ৩ জন, ফ্রান্সে ৭৮ হাজার ৯৪০ জন, রাশিয়ায় ৭৫ হাজার ১০ জন, জার্মানিতে ৬১ হাজার ৩৮৯ জন এবং স্পেনে ৬১ হাজার ৩৮৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর হত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।

টিএম