ট্রাক্টর ট্রাক বোল্ডার নিয়ে দিল্লির উপকণ্ঠে মহাসড়ক অবরোধে ভারতের কৃষকরা/ ছবি: রয়টার্স।

ভারতের বিতর্কিত কৃষি সংস্কার আইনবিরোধী হাজার হাজার কৃষক দেশজুড়ে রাস্তার ওপর তাঁবু টানিয়ে, ট্রাক্টর, ট্রাক ও বোল্ডার ফেলে তিন ঘণ্টার অবরোধ পালন করেছেন। বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে টানা আন্দোলন করে আসা কৃষকরা শনিবার দেশজুড়ে এই কর্মসূচি পালন করেন।

ভারতের উত্তরাঞ্চলের ধান এবং গম উৎপাদনকারী কৃষকরা কৃষি সংস্কার আইনবিরোধী বিক্ষোভ শুরু করে দিল্লির উপকণ্ঠে জমায়েত হলেও তা ধীরে ধীরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে; বিশেষ করে যে রাজ্যগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল বিজেপি শাসিত নয় সেগুলোতে।

দেশটির কেন্দ্রীয় সরকার গত বছরে পাস হওয়া এই তিন আইন ঘিরে ছাড় দেওয়ার প্রস্তাব করলেও কৃষকরা তা প্রত্যাখ্যান করেছেন। সরকার বলছে, কৃষিখাতে নতুন বিনিয়োগ আনতে আইনগুলো গুরুত্বপূর্ণ। ভারতের ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে কৃষি খাতের অবদান প্রায় ১৫ শতাংশ; দেশটির মোট কর্মজীবী মানুষের অর্ধেকই এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট।

সংস্কারকৃত কৃষি আইনের ফলে বড় বড় করপোরেট ক্রেতাদের দয়া-দাক্ষিণ্যের ওপর নির্ভর করতে হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। ধীরে ধীরে খাদ্যশস্য সরকারের নির্ধারিত মূল্যে কেনার যে চর্চা রয়েছে সেটির অবসানের আশঙ্কাও তাদের।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, রাজধানী নয়াদিল্লি এবং পার্শ্ববর্তী কয়েকটি রাজ্য ছাড়া শনিবার বেলা ১২টা থেকে প্রায় সারাদেশেই তিন ঘণ্টার ‌‘চাক্কা জ্যাম’, বা সড়ক অবরোধ শুরু করেন কৃষকরা। এই প্রতিবাদ কর্মসূচি দেশটির জাতীয় এবং প্রাদেশিক মহাসড়কগুলোতে হলেও বেশিরভাগ শহরে কর্মচাঞ্চল্য ছিল।

দিল্লির উপকণ্ঠে তাঁবু টানিয়ে, ট্রাক্টর ফেলে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা/ ছবি: রয়টার্স।

সারাদেশের কৃষকদের এক ছাতার নিয়ে আসা অল ইন্ডিয়া কিষাণ কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক অভিক সাহা বলেছেন, শনিবার দেশজুড়ে প্রায় ১০ হাজার স্থানে তিন ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছে। সরাসরি সম্প্রচারের প্ল্যাটফর্ম পেরিস্কোপে এক ভিডিওতে তিনি বলেন, আজকের ‘চাক্কা জ্যাম’ পরিষ্কারভাবে সরকারকে দেখিয়েছে যে, এটা সারা ভারতের প্রতিবাদ।

অবরোধের সময় রাজধানী দিল্লির কাছে একটি মহাসড়কে কিছু কৃষক হুক্কা পান করেন; সেসময় স্পিকারে উচ্চ শব্দে গান শোনা যায়।

রয়টার্স বলছে, ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশ্যা এবং দক্ষিণাঞ্চলের কর্নাটকের মহাসড়কে জড়ো হয়েছিলেন কৃষকরা। এ সময় কৃষি সংস্কার আইনের বিরোধিতায় তাদের হাতে পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায়। অনেকের হাতে প্ল্যাকার্ড দেখা যায়; যেখানে কৃষকদের শত্রু হিসেবে না দেখতে সরকারের প্রতি আহ্বানের বার্তাও ছিল।

দিল্লি সীমান্তের কাছের ৬৫ বছর বয়সী কৃষক দিলবাগ সিং রয়টার্সকে বলেন, এসব আইনের বিরুদ্ধে সারা দেশের কৃষকরা ঐক্যবদ্ধ হয়েছেন। এই কালো আইন বাতিল না করা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো।

সর্বোচ্চ সংযম

নয়াদিল্লির তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভরত হাজার হাজার কৃষক মহাসড়কগুলোতে খোলা আকাশের নিচে মাসের পর মাস ঘুমাচ্ছেন। এই বিক্ষোভ বেশিরভাগ সময়ই শান্তিপূর্ণ হলেও গত ২৬ জানুয়ারির ট্রাক্টর সমাবেশে অনেকে সহিংসতায় জড়ান। কৃষকদের কিছু অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি ঘটে।

তীব্র শীত উপেক্ষা করে অবরোধে অংশ নেন বৃদ্ধ কৃষকরাও/ ছবি: রয়টার্স

তারপর থেকে রাজধানীর কিছু অংশে মোবাইল ইন্টারনেট বন্ধ এবং শহরটিতে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে ভারী বেষ্টনী বসায় কর্তৃপক্ষ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয় এক টুইট বার্তায় বিক্ষোভরত কৃষক এবং সরকারি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানায়। টুইটে বলা হয়, অনলাইন এবং অফলাইন- উভয় ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাবেশ এবং মতপ্রকাশের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা উচিত।

সবার মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‌জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয়

ভারতের কৃষকদের গত কয়েকমাসের টানা এই বিক্ষোভ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রয়েছে; যা নিয়ে ভারতীয়দের সঙ্গে রীতিমতো টুইট যুদ্ধে জড়িয়েছেন বিখ্যাত পপ স্টার রিহান্না থেকে পরিবেশ আন্দোলনের সুইডিশ কর্মী কিশোরী গ্রেটা থানবার্গও। ভারতের চলমান কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন তারা।

কিন্তু বিদ্বেষ ও বিভাজনে উসকে দেওয়ার অভিযোগে দিল্লি পুলিশ ইতোমধ্যে গ্রেটা থানবার্গের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছে। কৃষকদের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করে সমাধানে পৌঁছাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স।

এসএস