হাতিরঝিলে ডাকাতি করা ৫ জন রিমান্ডে
ডাকাতদলের কাছ থেকে উদ্ধার হওয়া ডাকাতির সরঞ্জাম ও লুণ্ঠিত টাকা
রাজধানীর হাতিরঝিলসহ একাধিক বাসায় ডাকাতি করা ৫ ডাকাতের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে হাতিরঝিল থানার দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এদিন শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না।
বিজ্ঞাপন
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোর্শেদ ওরফে হাড্ডি মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার, লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ১৮ লাখ টাকা এবং ডাকাতিকাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্জ উদ্ধার করা হয়।
গত ২০ অক্টোবর হাতিরঝিল থানা এলাকার বিশাল সেন্টারের পিছনে একটি বাসায় এবং গত ০৮ ডিসেম্বর মীরেরবাগ এলাকার একটি বাসায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় লাইসেন্স করা বিদেশি রিভলভার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।
বিজ্ঞাপন
টিএইচ/এইচকে