প্রতীকী ছবি

সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল সেলাই মেশিনসহ গ্রেফতার চীনের দুই নাগরিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা তিনদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড নেওয়া দুই চীনা নাগরিক হলেন- হাও জিয়াওপিং ওরফে বব হাও (৪১) এবং সু উইন (৩৫)।

গত বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা দুই আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্ষ করেন।

গত ২২ ডিসেম্বর রাজধানীর তুরাগ থানা এলাকায় দুটি গুদামে অভিযান চালিয়ে চীনের ওই দুই নাগরিককে গ্রেফতার করে সিআইডি পুলিশ। এ সময় গুদাম থেকে ৫৮৫ পিস নকল সিঙ্গার সেলাই মেশিন ও ১১০০ পিস নকল বাটারফ্লাই সেলাই মেশিন জব্দ করা হয়। এসব মেশিনের দাম প্রায় ৭০ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।

টিএইচ/জেডএস