বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে তিন মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিদেশ গমনে দুদকের নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার (৫ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তাফসির আউয়ালের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাফসির মোহাম্মদ আউয়ালের বিদেশ যাওয়ার ওপর গতবছরের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুদক। এ কারণে তাফসির আউয়াল বিদেশ যেতে পারছিলেন না। এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তিনি। রিট আবেদনে তাফসির আউয়াল বিদেশ যাওয়ার অনুমতি চান। বুধবার আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমিত দিয়েছেন।

এমএইচডি/জেডএস