করোনার মতো বৈশ্বিক বিপর্যয় থেকে উত্তরণে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কাজে লাগাতে সরকারকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (১৪ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার করোনা মোকাবিলায় জনগণের জন্য টাকা খরচ করছে। তা আমি সাধুবাদ জানাই। তবে এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে ব্যারিস্টার সুমনের মতো পরিচ্ছন্ন মানসিকতায় বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।

পাশাপাশি দেশের ছাত্রসমাজকে অন্তর্ভুক্ত করতে হবে। আমলাদের ওপর নির্ভরতা থেকে নেমে এসে যুবলীগসহ সব অঙ্গসংগঠনকে সরকারি প্রজ্ঞাপন জারি করে কাজে লাগাতে পারলে শেখ হাসিনা সরকার এ বৈশ্বিক বিপর্যয় মোকাবিলা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সমাজের বিভিন্ন অসঙ্গতি ও জনস্বার্থমূলক বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে প্রতিনিয়ত লাইভ করে যাচ্ছেন। তার উদ্দেশ্য মানুষকে সচেতন করা। ফেসবুকে তাকে ৪০ লাখের মতো মানুষ অনুসরণ করে থাকে।

এমএইচডি/জেডএস