সদস্যদের জন্য করোনা ভ্যাকসিন চেয়ে সুপ্রিম কোর্ট বারের চিঠি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্টের আইনজীবী ও তাদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য সচিবের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
শনিবার (০৫ ডিসেম্বর) চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিজ্ঞাপন
গত ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) পাঠানো চিঠিতে বলা হয়, করোনা প্রার্দুভাবের শুরু থেকেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের করোনা আক্রান্ত হওয়ার অনেক ঘটনা ঘটেছে, অনেকে মারা গেছেন এবং অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য যাতে এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পেতে পারেন, সেজন্য অনেক সদস্য সমিতির সভাপতি বরাবর আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ আবেদনকে সমর্থন করে।
চিঠিতে আরও বলা হয়, যেহেতু আইনজীবীদের মধ্যে অনেকেই করোনায় মারা গেছেন এবং অসুস্থ হয়েছেন/হচ্ছেন, সেহেতু আইনজীবী সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন সুবিধার আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিজ্ঞাপন
এমএইচডি/জেডএস