জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমগুলোর ভূমিকা অপরিসীম। তাই উন্নত বাংলাদেশ গড়তে গণমাধ্যমগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৭ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। এতে মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সামগ্রিক ঘটনা বিশ্ব দরবারে তুলে ধরতে এবং দেশের পক্ষে জনমত গঠনে গণমাধ্যমগুলো অগ্রণী ভূমিকা পালন করেছে। স্বাধীনতার পরেও এ দেশের উন্নয়ন ও ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরতে গণমাধ্যমগুলো কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে নয়াদিল্লির বিবিসির (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) সাবেক ব্যুরো চিফ স্যার উইলিয়াম মার্ক টালি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্যার মার্ক টালি আমাদের অকৃত্রিম বন্ধু। এদেশের মহান মুক্তিযুদ্ধে তার অবদান জনগণ কৃতজ্ঞতা ভরে স্মরণ করে। প্রতিমন্ত্রী এ সময় স্যার মার্ক টালিকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির আলোচনায় অংশগ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এসএইচআর/এমএইচএস