ঢাকা দক্ষিণে সব বিজ্ঞাপনফলক বাংলায় লেখার নির্দেশনা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব দপ্তর ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপনফলক ইংরেজির পাশাপাশি বাংলায় লিখতে হবে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বাংলায় লেখা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি সচিব আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি অফিস আদেশ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞাপনফলক বাংলায় লেখার বাধ্যবাধ্যকতা আছে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত কিছু কিছু সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মাদরাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠানে ইংরেজি বিজ্ঞাপনফলক লেখা রয়েছে। এ অবস্থায় আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত সকল দপ্তর ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপনফলক ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র বলছে, ভাষার মাসে সর্বস্তরে বাংলা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সবাইকে বিষয়টি জানানোর পর, সর্বস্তরে বাংলা নিশ্চিত করেত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানও পরিচালনা করা হবে।
অন্যদিকে নামফলকে বাংলা লেখা নিশ্চিত করতে প্রতিবছরই বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু চলতি বছরে এখনও সংস্থাটি এমন কার্যক্রম পরিচালনা শুরু করেনি। তবে ভাষার মাসজুড়ে তারা নামফলকে বাংলা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করবে।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডিএনসিসি আওতাধীন এলাকার প্রত্যেকটি নামফলক, সাইনবোর্ড ইত্যাদিতে বাংলা ভাষা নিশ্চিত করতে ডিএনসিসির অভিযান বিভিন্ন সময় পরিচালিত হয়েছে। আগামীতেও অব্যাহত থাকবে। কয়েক বছর আগে হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে দেওয়া আদেশ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব সে সময় ডিএনসিসিকে দেওয়া হয়েছিল।
এরই প্রেক্ষিতে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ডিএনসিসির এখতিয়ারাধীন এলাকার যেসব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা হয়নি তা স্ব-উদ্যোগে অপসারণ করে বাংলায় লেখে প্রতিস্থাপন করার জন্য বিভিন্ন সময় নির্দেশনা দিয়েছে। পাশাপাশি ডিএনসিসির গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী বাংলায় সাইনবোর্ড না লেখা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযানও পরিচালনা করা হয়েছে বিভিন্ন সময়। এর ধারাবাহিকতায় আগামীতেও এমন অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এএসএস/এইচকে